ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আগ্রহের কেন্দ্রে ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’

প্রকাশিত: ১২:২৫, ২৫ এপ্রিল ২০১৯

আগ্রহের কেন্দ্রে ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’

আল নাহিয়ান অপরাধ জগতের নানা রোমাঞ্চকর কাহিনী জানতে যাদের কৌতূহল রয়েছে তাদের মনের কিছুটা হলেও খোরাক জোগাতে এবারে হলিউডে আসছে ক্রাইম থ্রিলার মুভি ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’। প্রায় একই রকম নামে আরও কয়েকটি সিনেমা বিশে^র বিভিন্ন দেশে তৈরি করা হয়েছে। সেগুলোর মধ্যে-ওয়ান্স আপন এ টাইম ইন দ্য ওয়েস্ট, ওয়ান্স আপন এ টাইম ইন আমেরিকা, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই, ওয়ান্স আপন এ টাইম ইন চায়না প্রভৃতি উল্লেখযোগ্য। তবে এবার নির্দিষ্ট কোন শহর বা দেশের গল্প নয়। সিনেমায় উঠে আসছে রঙিন দুনিয়ার সেরা ইন্ডাস্ট্রি হলিউডের গল্প। যার নাম দেয়া হয়েছে ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড।’ সনি পিকচার্সের অর্থায়নে হলিউডের বিখ্যাত পরিচালক টারান্টিনোর পরিচালনায় সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই সিনেমার নাম ঘোষণা করা হয়েছিল আর আগেই, ২০১৭ সালের জুলাই মাসে। সিনেমাটির তৈরি করতে প্রায় ১০০ মিলিয়ন ডলারের বাজেট রয়েছে। একাধারে সিনেমাটির লেখক, প্রযোজক ও পরিচালকের দায়িত্ব পালন করছেন টারান্টিনো নিজেই। সিনেমার গল্পটা সত্তর দশকের লস এ্যাঞ্জেলসের। হলিউড তখনও এখনকার হলিউড হয়ে উঠতে পারে নি, সবেমাত্র আলো ছড়াতে শুরু করেছে। নবীন অভিনেতা রিক ডাল্টন এবং তার বন্ধু ক্লিফ বুথও বুকভরা স্বপ্ন নিয়ে অজানা হলিউডে ঠাঁই খুঁজে বেড়াচ্ছেন। তাদেরই প্রতিবেশী ছিলেন সে সময়ের আমেরিকান অভিনেত্রী শ্যারন টাটে। এই শ্যারন টাটেই ১৯৬৯-এর সামারের শেষ দিকে নির্মমভাবে খুন হলেন ম্যানসন পরিবার কর্তৃক, যা ‘ম্যানসন পরিবার কেলেঙ্কারি’ নামে পরিচিত। টাটে হত্যাকা- শুধু একটি হত্যাকে কেন্দ্র করেই ছিল না, এটি ছিল ৫টি খুনের সমগ্র। এমনই এক মর্মান্তিক কাহিনী নিয়ে টারানটিনোর তার নবম মাস্টারপিস বানাতে যাচ্ছেন। বিভিন্ন চরিত্রের বিস্তৃত পরিধি তৈরি করতে নতুন এ সিনেমায় অভিনেতাদের তালিকাটিও বিশাল ও বৈচিত্র্যপূর্ণ। ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড চলচ্চিত্রটিতে রিক আর ক্লিফের চরিত্র কাল্পনিক হলেও সিনেমায় তাদের ভূমিকায় দেখা যাবে লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং ব্রাড পিটকে। ছবিতে ১৯৬৯ সালের হলিউডের সাবেক ওয়েস্টার্ন টিভি তারকা রিক ডাল্টনের চরিত্রে পরিচয় করিয়ে দেয়া হয় হলিউড হাংক ও ‘টাইটানিক’র লাভার বয় লিওনার্দো ডি ক্যাপ্রিওকে। অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও তার ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে ১৯৬০ এর দশকের আমেরিকান কস্টিউম পরা অবস্থায় দেখা যায় তাকে। রিকের সঙ্গে বহু দিন ধরে কাজ করছেন স্টান্ট ডাবল ক্লিফ বুথ। এই ক্লিফের চরিত্রে অভিনয় করছেন ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ড’-এর লেফটেন্যান্ট এডো রাইনে কিংবা ট্রয়ের একিলিসখ্যাত ব্রাড পিট। ছবির মূল গল্প এই দুটি কাল্পনিক চরিত্রকে কেন্দ্র করেই এগিয়েছে। টারান্টিনোর এই সিনেমায় থাকছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী ‘সুইসাইড স্কোয়াড’-এর হার্লে কুইনখ্যাত হলিউড সুন্দরী মার্গোট রুবি , যিনি অভিনয় করবেন সেই সময়ের পরিচালক রোমান পোলানস্কির স্ত্রী অভিনেত্রী শ্যারন টেটের চরিত্রে । আরও রয়েছেন বিশ্ব চলচ্চিত্র ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ অভিনেতাদের অন্যতম এবং গডফাদারখ্যাত অভিনেতা ও পরিচালক আল পাচিনো। এ ছাড়াও চলচ্চিত্রটির অভিনেতাদের তালিকায় রয়েছেন ড্যাকোটা ফ্যানিং, টিমোথি অলিফ্যান্ট, ডেমিয়েন লুইস প্রমুখ। ছবিটি নিয়ে পরিচালক টারান্টিনো দীর্ঘ ৫ বছর কাজ করেছেন বলে জানা যায়। আসছে কান চলচ্চিত্রে উৎসবে প্রদর্শিত হবে এই ছবিটি। খুনীদের সঙ্ঘ ‘ম্যানসন ফ্যামিলি’র হাতে ১৯৬৯ সালের আগস্ট মাসে খুন হন টেট। সেই ঘটনার ৫০ বছর পূর্তিতে ২০১৯ সালের জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে সিনেমাটি মুক্তি দেয়া হবে। তাই সিনেমার মূল কাহিনীর একটি বড় অংশে এ হত্যাকা- থাকবে বলে ধারণা করা হচ্ছে। দর্শকরা নিশ্চয়ই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন বিখ্যাত পরিচালক, অভিনেতা অভিনেত্রীর এই মুভির রিলিজের দিনটির জন্য। টারান্টো কতটা পূরণ করতে পারবেন দর্শকের আশা, সেটাই এখন দেখার বিষয়।
×