ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মালবাহী বগি লাইনচ্যুত

রাজশাহী থেকে ছয় ঘণ্টা বিলম্বে ট্রেন চলাচল শুরু

প্রকাশিত: ০৯:৪১, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

রাজশাহী থেকে ছয় ঘণ্টা বিলম্বে ট্রেন চলাচল শুরু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চারঘাটের হলিদাগাছী স্টেশন এলাকায় মালমাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন রুটে ছয় ঘণ্টা যোগাযোগ বিছিন্ন ছিল। তবে রবিবার সকাল ৯টার দিকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিটি লাইনে তোলার এর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রাজশাহীর সরদহ রেলওয়ে স্টেশনের মাস্টার লুৎফর রহমান জানান, শনিবার রাত তিনটার দিকে রাজশাহীগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে রাজশাহী-ঢাকাসহ সব রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রবিবার ভোরে ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন গিয়ে উদ্ধার কাজ শুরু করে। ৯টার দিকে লাইনচ্যুত হওয়া ট্রেনের বগিটি উদ্ধার করা হয়। রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের রাজশাহী স্টেশন সুপারিনটেন্ডেন্ট আমজাদ হোসেন জানান, মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি, খুলনাগামী সাগরদাঁড়ি, চিলাহাটিগামী তিতুমীর ট্রেনও দেরিতে ছেড়েছে। এছাড়া ঢাকা থেকে শনিবার রাতে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস নাটোরের আব্দুলপুরে আটকা পড়ে।
×