ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফ্রান্সকে ছাড়িয়ে শীর্ষে বেলজিয়াম

প্রকাশিত: ০৬:৪৩, ২৭ অক্টোবর ২০১৮

 ফ্রান্সকে ছাড়িয়ে শীর্ষে বেলজিয়াম

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এককভাবে শীর্ষে অবস্থান করছে বেলজিয়াম। যৌথভাবে শীর্ষে থাকা রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স এবার নেমে গেছে দুইয়ে। বিশ্বকাপের সর্বোচ্চ ফলাফল তৃতীয় স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করা বেলজিয়ামের পয়েন্ট ১৭৩৩। আর ১৯৯৮ বিশ্বকাপের পর দ্বিতীয়বারের মতো সোনালি ট্রফি উঁচিয়ে ধরা ফ্রান্সের পয়েন্ট ১৭৩২। বেলজিয়াম-ফ্রান্সের পরেই রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। চার নম্বরে ২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া। অগ্রগতি হয়েছে ইংল্যান্ডের। পাঁচে উঠে এসেছে গ্যারেথ সাউথগ্যাটের দল। বিশ্ব ফুটবলের র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ থেকে দশে অবস্থান করছে যথাক্রমে উরুগুয়ে, পর্তুগাল, সুইজারল্যান্ড, স্পেন এবং ডেনমার্ক। তবে বিশ্বকাপের পর চার ম্যাচের একটিতে হারা আর্জেন্টিনা চলে গেছে সেরা দশের বাইরে। এই মুহূর্তে মেসি-এ্যাগুয়েরোদের অবস্থান ১২তম স্থানে। এদিকে অবনতি হয়েছে বাংলাদেশের। আগেরবার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলেও এবার এক ধাপ পিছিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সাফ গেমসে দুর্দান্ত খেলা বাংলাদেশের অবস্থান ১৯৪ নম্বরে। পয়েন্ট ৯০৭।
×