ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তালখড়ি গ্রামের ৭ শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভ অবহেলিত

প্রকাশিত: ০৭:৩১, ২০ অক্টোবর ২০১৮

 তালখড়ি গ্রামের ৭ শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভ অবহেলিত

মাগুরা জেলার শালিখা উপজেলার তালখড়ি গ্রামের ৭ শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভ অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। ফলে স্মৃতিস্তম্ভেও পবিত্রতা নষ্ট হচ্ছে। মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ১৩ সেপ্টেম্বর পাক বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে ৭ বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন। মুক্তিযোদ্ধার দলটি ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে ঝিনাইদহ জেলার কালীগঞ্জের মধ্য দিয়ে মাগুরা জেলার শালিখার তালখড়ির ভেতর দিয়ে ফরিদপুর যাচ্ছিলেন। পথমধ্যে মুক্তিযোদ্ধার দলটি কালীগঞ্জ-আড়পাড়া সড়কের মাগুরা জেলার শালিখার তালখড়ি গ্রামে পৌঁছলে রাজাকাররা পাক বাহিনীকে খবর দিলে পাক বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন ৭ বীর মুক্তিযোদ্ধা। শহীদ মুক্তিযোদ্ধাদের একটি গর্ত খুঁড়ে পাক বাহিনী গণকবর দেয়। শহীদ মুক্তিযোদ্ধাদের ৫ জনের বাড়ি মোহাম্মদপুরে এবং ২ জনের বাড়ি রাজবাড়ীতে। গণকবরে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। এ উপলক্ষে ১৩ সেপ্টেম্বর কোন কর্মসূচী গ্রহণ করা হয়নি। শহীদ দিবস নীরবে চলে গেল। অন্যদিকে স্মৃতিসৌধটি কোন রকম দেখাশোনা না করায় ময়লা-আবর্জনায় ভরা। ফলে শহীদদের স্মৃতি সঠিকভাবে রক্ষিত হচ্ছে না। মাগুরার শালিখা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কার মাস্টার জানান, এবার ১৩ সেপ্টেম্বরে ৭ শহীদ মুক্তিযোদ্ধার স্মরণে কোন কর্মসূচী গ্রহণ করা হয়নি। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শালিখার মুক্তিযোদ্ধারা স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। স্মৃতিসৌধের উন্নয়ন করা হচ্ছে। অচিরেই গেট, টাইলস ও শহীদদের নামের তালিকা লাগানো হবে। -সঞ্জয় রায় চৌধুরী, মাগুরা থেকে
×