ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুয়াকাটায় পদবঞ্চিত ছাত্রলীগ নেতাকর্মীদের বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৪৩, ২৭ সেপ্টেম্বর ২০১৮

কুয়াকাটায় পদবঞ্চিত ছাত্রলীগ নেতাকর্মীদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৬ সেপ্টেম্বর ॥ কুয়াকাটা পৌর ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে পদবঞ্চিত নেতাকর্মীরা পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আর্থিক সুবিধার বিনিময় মহিপুর থানা ছাত্রলীগের কমিটি গঠনের গুরুতর অভিযোগ করলেন। বুধবার কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করা হয়। সকাল দশটায় বিক্ষোভ পরবর্তী এ সংবাদ সম্মেলন করা হয়। কুয়াকাটা পৌর ছাত্রলীগের সভাপতি ও মহিপুর থানা ছাত্রলীগের সভাপতি প্রত্যাশী মজিবুর রহমান বলেন, জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক মোটা অংকের বিনিময় সোয়াইব খানকে সভাপতি ও সাইদুর রহমান সবুজ ভুইয়াকে সাধারণ সম্পাদক করে মহিপুর থানা কমিটি ঘোষণা করেছে। প্রকৃত ছাত্রলীগের নেতাকর্মীদের বাদ দেয়া হয়েছে। মজিবুর রহমানের দাবি, পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক মহিপুর থানা কমিটির সভাপতির পদ দেয়ার কথা বলে তার কাছ থেকে গত ২০১৮ সালের ১৪ মার্চ আল আরাফা ইসলামী ব্যাংক হাজারীবাগ শাখায় তার চাচাত ভাই বোরহান উদ্দিন ভুইয়ার ০৫৮১১২০০৫৯৫১৯ নম্বর এ্যাকাউন্টের মাধ্যমে তিন লাখ টাকা এবং দ্বিতীয় দফায় ১৮ সেপ্টেম্বর তার বড় ভাই রাজু ভুইয়ার মাধ্যমে চার লাখ ৩০ হাজার টাকা দেয়। এ ছাড়া চেকের মাধ্যমে দুই লাখ টাকা নেয় আমার কাছ থেকে। মোট নয় লাখ ৩০ হাজার টাকা নেয়ার পরও আমাকে এবং ছাত্রলীগের প্রকৃত নেতাকর্মীদের মূল্যায়ন না করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মহিপুর নবগঠিত এ কমিটি দিয়েছে। সংবাদ সম্মেলনে তিনি ছাত্রলীগের এ কমিটি ভেঙ্গে দিয়ে পুনরায় কমিটি দেয়ার আহ্বান জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে। সংবাদ সম্মেলনে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
×