ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেখ মুজিব এখনও বাঙালীর হৃদয়ে অবিনাশী ॥ মুস্তফা কামাল

প্রকাশিত: ০৫:৪৬, ৩১ আগস্ট ২০১৮

শেখ মুজিব এখনও বাঙালীর হৃদয়ে অবিনাশী ॥ মুস্তফা কামাল

স্টাফ রিপোর্টার ॥ পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো অবিসংবাদিত নেতার নাম ইতিহাস থেকে মোছা যায় না, সেটা খুনী চক্র জানত না। ৪৩ বছর আগে বিশ্বাসঘাতকরা যাকে বিনাশ করতে চেয়েছিল সেই শেখ মুজিব এখনও বাঙালীর হৃদয়ে অবিনাশী হয়ে আছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বৃহস্পতিবার বিকেলে শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা ও মাহফিলের আয়োজন করা হয়। পরিকল্পনা বিভাগের সচিব মোঃ জিয়াউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সিনিয়র সচিব ড. শামসুল আলম, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠানের সদস্য এ এম শামসুদ্দিন আজাদ চৌধুরী, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, শিল্প ও শক্তি বিভাগের সদস্য বেগম শামীমা নার্গিস প্রমুখ। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ চর্চার ওপর গুরুত্বারোপ করেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, আমরা যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি তাহলে বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানানো হবে এবং তাঁর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করা যাবে।
×