ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বর্তমানে দেশের সব জায়গায় উন্নয়ন হয়েছে ॥ চীফ হুইপ

প্রকাশিত: ০৬:৪০, ১৫ আগস্ট ২০১৮

 বর্তমানে দেশের সব জায়গায় উন্নয়ন হয়েছে ॥ চীফ হুইপ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৪ আগস্ট ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ১৯৭৫ সাল থেকে ১৯৯৬ পর্যন্ত বঙ্গবন্ধুর ভাষণ প্রচার নিষেধ ছিল। বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান খুনীদের পুরস্কৃত করেছিল এবং বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ রুদ্ধ করেছিল; যা ছিল বাংলাদেশের ইতিহাসের কলঙ্কিত অধ্যায়। কিন্তু বাঙালী জাতিকে দাবিয়ে রাখা যায়নি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারসহ যুদ্ধাপরাধীদের বিচার করেছেন। দেশের রাজনৈতিক অরাজকতাকে স্থিতিশীল করেছেন এবং বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে দাঁড় করিয়েছেন। শেখ হাসিনার আমলে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুত, অবকাঠামো, দারিদ্র্য বিমোচনসহ সকল পর্যায়ে দেশের উন্নয়ন করেছেন। শেখ হাসিনা জঙ্গী, সন্ত্রাস দমন করে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। মঙ্গলবার সকালে বাউফলের কালাইয়া বন্দরে নৌপুলিশ ফাঁড়ি, কালাইয়া বন্দরের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রায় ১০ কোটি টাকার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ এ কথা বলেন। কালাইয়া ইউপি চেয়ারম্যান এসএম ফয়সাল আহমেদ মনির হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নৌ পুলিশের বরিশাল রেঞ্জের সুপারিনটেনডেন্ট কফিল উদ্দিন, সহকারী পুলিশ সুপার সুমিত চৌধুরী।
×