ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বসুন্ধরায় পুলিশের তিন ঘণ্টার অভিযান

প্রকাশিত: ০৭:৪৪, ৯ আগস্ট ২০১৮

বসুন্ধরায় পুলিশের তিন ঘণ্টার অভিযান

বিডিনিউজ ॥ ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের দুদিন পর ওই এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার রাতে তিন ঘণ্টার এই অভিযানে কাউকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে। আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের আটকে এই অভিযান চালানো হয় বলে স্থানীয়রা ধারণা করলেও পুলিশ বলছে, এটা ছিল নিয়মিত অভিযানের অংশ। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সোমবার বসুন্ধরা এলাকার নর্থসাউথ বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (আইইউবি) এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীরা সড়কে বিক্ষোভে নামলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এ এলাকা থেকে আন্দোলনরত আট শিক্ষার্থীকে পুলিশ গ্রেফতার করে রিমান্ডেও নিয়েছে। এরপর বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিপুলসংখ্যক পুলিশ বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান শুরু করে বলে ওই এলাকার বাসিন্দারা জানায়। রাত সাড়ে ১১টায় অভিযান শেষে ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার মোশতাক আহমেদ বলেন, ‘এটা আমাদের রেগুলার অভিযান। মাদক ও তালিকাভুক্ত সন্ত্রাসীদের ধরতে আমরা নিয়মিত এ ধরনের অভিযান চালাই।’ বসুন্ধরার পাশাপাশি পাশের কালাচাঁদপুর এলাকায়ও অভিযান চালানো হয় বলে জানান তিনি। অভিযানে কাউকে গ্রেফতার করা হয়েছে কি না- জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘কেউ গ্রেফতার হয়নি।’
×