ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভোলায় অশ্রুসিক্ত নয়নে রাজিব মীরের চির বিদায়

প্রকাশিত: ২১:০৯, ২৩ জুলাই ২০১৮

ভোলায় অশ্রুসিক্ত নয়নে রাজিব মীরের চির বিদায়

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, লেখক-সাহিত্যিক ও গবেষক রাজীব মীরেকে অশ্রুসিক্ত নয়নে চির বিদায় জানালেন ভোলার মানুষ। সোমবার সকালে তার মরদেহ ঢাকা থেকে ভোলায় পৌছে। এর পর সকাল ৯টায় ভোলা সরকারি স্কুল মাঠে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এর পর সকাল ১০টায় তার গ্রামের বাড়ি পরানগঞ্জ হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গত শুক্রবার দিবাগত রাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়ে ছিলো মাত্র ৪২ বছর। বেশ কয়েক মাস ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন রাজীব মীর। চলতি সপ্তাহে তার অপারেশন ও লিভার পরিবর্তনের কথা ছিল। কিন্তু অস্ত্রোপচারের আগেই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি। রাজীব মীর ভোলা সদর উপজেলার বাপ্তা নিবাসী ও পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোফাজ্জল হোসেন মীরের একমাত্র ছেলে। তার আরো ২ বোন রয়েছে। ২০১৬ সালে রাজীব মীরের সাথে সুমনা খান বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাদের ঘরে বিভোর নামে ১৫ মাস বয়সী একটি কন্য সন্তান রয়েছে। তাঁর এই অকাল মৃত্যুতে ভোলায় শোকের ছায়া নেমে আসে। রাজীব মীরের মৃত্যুতে ভোলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার বাদ আছর পরানগঞ্জ এলাকায় তার গ্রামের বাড়িতে আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত দোয়া মাহফিলে সকলকে শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
×