ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে যাত্রীদের ঢল

প্রকাশিত: ০০:০৮, ২১ জুন ২০১৮

মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে যাত্রীদের ঢল

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ আজ বৃহস্পতিবার সকাল থেকেই জেলার শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে ঢাকামুখী যাত্রীদের ঢল নেমেছে। লঞ্চ-স্পিডবোটের পাশাপাশি ফেরিতেও যাত্রী পার করা হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে ঢাকামুখি মানুষের প্রচন্ড ভীড় শুরু হয়েছে। নৌযানে উঠতে রীতিমত প্রতিযোগিতা চলছে যাত্রীদের মধ্যে। কোন মতে নিজের জায়গা দখল করে নিতে ব্যস্ত সকলে। লঞ্চ, স্পিডবোটে সামাল দিতে না পেরে ফেরিতেও যাত্রী পার করা হচ্ছে। সকালের দিকে পদ্মানদী শান্ত থাকায় ভীড় বেড়েছে বলে ঘাট সংশ্লিষ্টরা জানিয়েছেন। কাঁঠালবাড়ি ঘাট সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে অন্যন্য দিনের তুলনায় বৃস্পতিবার ঢাকামুখি যাত্রী চাপ বেড়েছে প্রচুর। এ রুটে ৮৭ লঞ্চ, ২ শতাধিক স্পিডবোট ও ১৯টি ফেরি যাত্রী ও পরিবহন পার করতে হিমশিম খাচ্ছে। কাঁঠালবাড়ি লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, 'বৃহস্পতিবার সকাল থেকেই যাত্রীদের ভীড় বেড়েছে। বেশির ভাগ যাত্রীই লঞ্চে পদ্মা পাড় হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক থাকায় পদ্মা শান্ত রয়েছে। তারপরও লঞ্চে সতর্কতার সাথে যাত্রী পার করা হচ্ছে।'
×