ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শান্ত¡না সাহা ইতুর সাফল্য

প্রকাশিত: ০৪:১৮, ২৮ এপ্রিল ২০১৮

শান্ত¡না সাহা ইতুর সাফল্য

শান্তনা সাহা ইতু জীবনের লক্ষ্য স্থির করে সাফল্য অর্জনের স্বপ্ন দেখেছিলেন ছোট বেলায়। নিজের প্রতি আত্ম-বিশ্বাস, মেধা, শ্রম ও সততার কারণে তার সে স্বপ্ন বাস্তব রূপ নিয়েছে। তিনি এখন সফল পোশাক ব্যবসায়ী। আধুনিক লেডিস পোশাক ব্যবসায় সফলতা অর্জন করেছেন শান্ত¡না সাহা ইতু এ কথা এখন মানুষের মুখে মুখে। বর্তমানে মাদারীপুর পুরান বাজার নিউ মার্কেটে তার নিজ হাতে গড়া ‘ম্যাডাম লেডিস কালেকশন’ এবং ‘ম্যাডাম মেঘা সপ’ দুটি জেলার সর্বমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এখন তার আর পেছনে ফিরে তাকানোর প্রয়োজন নেই। শান্ত¡না সাহা বর্তমানে জেলার নারী উদ্যোক্তাদের মডেল। ১৯৮৮ সালে এসএসসি পাস করার পর ১৯৯৯ সালে মাদারীপুর শহরের কাপড় ব্যবসায়ী রতন সাহার সঙ্গে বিয়ে হয় শান্ত¡নার। তার পিতা অসিতা রঞ্জন সাহা ছিলেন মাদারীপুরর একজন বিশিষ্ট ব্যবসায়ী। ৭ ভাই- বোনের মধ্যে ইতু দ্বিতীয়। দুই ভাই পিতার মতো ব্যবসা করেন। শরীরে ব্যবসায়ী পিতার রক্ত থাকার কারণেই ইতু সব সময় ব্যবসা করে বড় হওয়ার স্বপ্ন দেখতেন। বিয়ের কয়েক বছর পর ঘর সংসার নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করেন। তাই তার স্বামী রতন সাহার অনুপ্রেরণায় অল্প কিছু পুঁজি নিয়ে ২০০৭ সালে মাদারীপুর শহরের নিউ মার্কেটের একটি কক্ষে ‘ম্যাডাম লেডিস কালেকশন’ নামে মেয়েদের আধুনিক ডিজাইনের পোশাক পরিচ্ছদের একটি দোকান নিয়ে ব্যবসা শুরু করেন। মাদারীপুর শহরে মেয়েদের রুচিশীল ও আধুনিক ডিজাইনের পোশাকের কোন দোকান না থাকায় ইতুর ম্যাডাম লেডিস কালেকশন নামের এ প্রতিষ্ঠানের সুনাম এবং পরিচিতি খুব অল্প সময়ের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। বেচাকেনা ভাল হওয়ায় তার আয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সুন্দর বাচনভঙ্গি, সদালাপী ও হাসি-খুশি ইতুর ব্যবসায়িক সুনাম ও খ্যাতি এখন মানুষের মুখে-মুখে। আলাপকালে শান্ত¡না সাহা ইতু বলেন, ‘মধ্যম আয়ের ক্রেতা থেকে শুরু করে অভিজাত পরিবারের ক্রেতার চাহিদার যোগান দিতে কলকাতার বড় বাজার থেকে নামী-দামী পোশাক সংগ্রহ করতে হয়। এছাড়া ঢাকার গাউছিয়া, বঙ্গ বাজার ও নিউ মার্কেট থেকে যুগের চাহিদা অনুযায়ী নতুন নতুন ডিজাইনের পোশাক কালেকশন করে চাহিদা পূরণ করতে হয়। যে কারণে আমার ক্রেতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।’ সফল মহিলা উদ্যোক্তা ইতু ২০১৮ সালে মাদারীপুর সিটি সুপার মার্কেটে ‘ম্যাডাম মেঘা সপ’ নামে আধুনিক লেডিস পোশাকের আরও একটি দোকান নিয়ে ব্যবসার প্রসার ঘটিয়েছেন। তার দোকানে বর্তমানে ৮ জন কর্মচারী রয়েছে। স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে মাত্র ১২ বছরের ব্যবধানে তার পুঁঞ্জি এখন ৫০ লাখে দাঁড়িয়েছে। -সুবল বিশ্বাস, মাদারীপুর থেকে
×