ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাউফল পৌর মেয়রের পাল্টা সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৫:১৬, ২৭ এপ্রিল ২০১৮

বাউফল পৌর মেয়রের  পাল্টা সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৬ এপ্রিল ॥ বাউফল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জুয়েল সম্পর্কে নেতিবাচক বক্তব্য দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাউফল পৌরসভার কু-পট্টি এলাকায় পৌর আওয়ামী লীগ কার্যালয়ে (মেয়র সমর্থিত) মেয়র নিজে সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানান। মেয়র জিয়াউল হক জুয়েল বলেন, গত ২২ এপ্রিল চীফ হুইপ আসম ফিরোজ এক সংবাদ সম্মেলনে জেলার কতিপয় নেতার ছত্রছায়ায় বাউফল পৌর মেয়র বিএনপি-জামায়াতের অনুপ্রবেশকারীদের সঙ্গে নিয়ে দলের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করছেন, উল্লেখ করে যে বক্তব্য দিয়েছেন, তা সঠিক নয়। বক্তব্যে নামে তিনি আমার সম্পর্কে মিথ্যাচার করেছেন। আমি তার এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ করছি। এ সময়ে তিনি চীফ হুইপ আসম ফিরোজের বিরুদ্ধে উল্টো দলের মধ্যে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ করেন। তিনি বলেন, বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমানকে মেরে ফেলার উদ্দেশে চীফ হুইপ অনুসারীরা তার ওপর একাধিকবার হামলা চালিয়েছেন। তিনি নওমালা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শাহজাদা হাওলাদারকে শ্রমিক লীগ নেতা উল্লেখ করে বলেন ওই চেয়ারম্যান আমার অনুসারী হলেও গত ইউপি নির্বাচনে আমি তাকে কোন সমর্থন দেইনি। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হওয়া সত্ত্বেও গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাকে বাউফলে নৌকা প্রতীকের প্রার্থীদের সপক্ষে কোন প্রচার চালাতে দেখা যায়নি, এর কারণ কি? এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মেয়র জিয়াউল হক জুয়েল বলেন, জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী আমি জেলার অন্যান্য উপজেলায় দলের পক্ষে তখন কাজ করেছি, এজন্য বাউফলে আসিনি।
×