ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাভারে ৫ দিনব্যাপী স্বাধীনতা দিবস নাট্যোৎসবের সমাপনী

প্রকাশিত: ০৪:০৬, ১০ এপ্রিল ২০১৮

সাভারে ৫ দিনব্যাপী স্বাধীনতা দিবস নাট্যোৎসবের সমাপনী

স্টাফ রিপোর্টার ॥ সাভারে জাগরণী থিয়েটারের আয়োজনে ৫ দিনব্যাপী স্বাধীনতা দিবস নাট্যোৎসবের সমাপনী হলো সোমবার। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় সংস্কৃতির বিকাশে বিভিন্ন কর্মসুচীর ধারাবাহিকতায় এ নাট্যোৎসবের আয়োজন করা হয়। এ আয়োজনে সহায়তা দেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ মোঃ এনামুর রহমান। নাট্যোৎসবে জাগরণী থিয়েটারের অংশগ্রহণে প্রথমদিন ‘আমি ও শ্যামা’, দ্বিতীয়দিন লোকনাট্য দলের (বনানী) ‘কঞ্জুস’, ‘তৃতীয়দিন ম্যাড থেটারের ‘নদ্দিউ নতিম’, চতুর্থদিন নান্দনিক নাট্য সম্প্রদায়ের ‘নৃপতি’ নাটকের মঞ্চায়ন হয়। উৎসবের শেষ দিন ৯ এপ্রিল সোমবার প্রাঙ্গণেমোর ‘কনডেম সেল’ নাটক মঞ্চায়ন করেন। জাগরণী থিয়েটারের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবস নাট্যোৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর (এমপি)। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান, সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণব কুমার ঘোষ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিম-লীর সদস্য ঝুনা চৌধুরী, অভিনেতা আবদুল কাদের, অভিনেতা লুৎফর রহমান জর্জ ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আহাম্মেদ গিয়াস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-১৯ সংসদ সদস্য ডাঃ মোঃ এনামুর রহমান। স্থানীয় এনাম মেডিক্যাল কলেজ মিলনায়তনে গত ৬ এপ্রিল থেকে শুরু হয়ে ৯ এপ্রয়ল ৫ দিনব্যাপী এ নাট্যোৎসবের সমাপনী হয়। এ উপলক্ষে স্থানীয় সংস্কৃতিকর্মীদের মধ্যে বেশ উচ্ছ্বাস পরিলক্ষিত হয়।স্বাধীনতা দিবস নাট্যোৎসব প্রসঙ্গে এর উদ্যোক্তা ডাঃ মোঃ এনামুর রহমান এমপি বলেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি সাংস্কৃতিক উজ্জীবন ব্যতীত একটি সুষ্ঠু সমাজ গঠন করা কঠিন। সংস্কৃতির বিভিন্ন শাখার মধ্যে নাটক হচ্ছে সমাজ পরিবর্তনের হাতিয়ার। নাট্যচর্চার মধ্যে খুঁজে পাওয়া যায় সত্য ও সুন্দরের আরাধনা। বাংলাদেশের ক্রান্তিলগ্নে সংসার সমাজ এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নাটক অগ্রণী ভূমিকা পালন করছে। সাভারে একটি প্রগতিশীল, অসাম্প্রদায়িক, জঙ্গীমুক্ত এবং দেশাত্মবোধ সম্পন্ন প্রজন্ম তৈরির জন্য জাগরণী থিয়েটারের মতো অন্য সংগঠনের পাশে থেকে অনুপ্রেরণা যোগাচ্ছি। গত ৪ বছর ধরে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে ধারণ ও লালন করে সাংসদ নাট্যোৎসব, বিজয় নাট্যোৎসব, স্বাধীনতা নাট্যোৎসব আয়োজন করছি। সাভারকে সংস্কৃতির মরুভূমির শহর হতে সংস্কৃতিবান্ধব শহর হিসেবে গড়ে তুলেছি। উৎসব উপলক্ষে সাভারে কোন মন্ত্রীর আগমনে আলাদা একটি মাত্রা যোগ হয়েছে। আমি গর্বিত, আনন্দিত এবং অনুপ্রাণিত মন্ত্রী আসাদুজ্জামান নূর ভাইয়ের আগমনে। এর ফলে সাভারের সংস্কৃতি অঙ্গন আরও চাঙ্গা হয়ে উঠেছে বলে আমি বিশ্বাস করি। এ জন্য তার প্রতি আমার কৃতজ্ঞতা। এছাড়া অন্য অতিথিদেরও ধন্যবাদ জানাই। বর্তমান সরকার সংস্কৃতিবান্ধব সরকার। দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের পাশাপাশি সাংস্কৃতিক উন্নয়নেও যথেষ্ট ভূমিকা রাখছে এ সরকার। বিশেষ করে সাংস্কৃতিক কর্মী ও সাংস্কৃতিক সংগঠনগুলোর পাশে দাঁড়িয়ে তাদের সুস্থ ও সুন্দরভাবে সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতে নানামুখী পদক্ষেপ নেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকার অদূরে সাভারের মতো স্থানে জাগরণী থিয়েটারের এ নাট্য আয়োজন। আমি মনে করি এর মাধ্যমে জনগণকে সংস্কৃতি বিষয়ে উজ্জীবিত করে স্বাধীনতার চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সাভার এবং আশুলিয়ার জনগণকে উজ্জীবিত করবে।
×