ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দৌমার বিদ্রোহীরা সিরিয়ার উত্তরাঞ্চলে চলে যেতে চুক্তি

প্রকাশিত: ০৭:১১, ৪ এপ্রিল ২০১৮

দৌমার বিদ্রোহীরা সিরিয়ার উত্তরাঞ্চলে চলে যেতে চুক্তি

পূর্ব গৌতার বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা শেষ শহর দৌমার বিদ্রোহী গোষ্ঠী জইশ আল ইসলাম, শহরটির নাগরিক নেতৃবৃন্দ ও রাশিয়ার মধ্যে কয়েকদিন ধরে আলোচনার পর চুক্তিটি হয় বলে জানিয়েছে ওই গণমাধ্যম ইউনিট। এর আগে এই তিনপক্ষের আলোচনায় দৌমা থেকে গুরুতর আহতদের সিরিয়ার উত্তরাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত প্রদেশ ইদলিবে সরিয়ে নেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছিল। সিরিয়া সরকারের সঙ্গে শান্তি স্থাপনে অথবা দৌমা ছেড়ে চলে যেতে জইশ আল ইসলাম একটি চুক্তি করতে রাজি হতে যাচ্ছে বলে জানিয়েছিল সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। রাষ্ট্রীয় টেলিভিশন ও সিরিয়ার সংবাদপত্রগুলো জানিয়েছিল, পাওয়া তথ্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে জইশ আল ইসলাম ভারি ও মাঝারি মাপের অস্ত্রগুলো জমা দিয়ে দৌমার ওপর রাষ্ট্রীয় কর্তৃত্ব স্বীকার করে নেবে। সূত্র : ইন্টারনেট
×