ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরাজদিখানে ভয়াবহ অগ্নিকান্ড ॥ কোটি টাকার ক্ষতি

প্রকাশিত: ২১:২৪, ৩০ মার্চ ২০১৮

সিরাজদিখানে  ভয়াবহ অগ্নিকান্ড ॥  কোটি  টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের সিরাজদিখানে অগ্নিকান্ডে ১০টি পরিবারের ১২ টি বসত ঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতি গ্রস্ত পরিবার। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের উত্তর কুসুমপুর গ্রামে আগুন লাগে। প্রথমে লাকরী রাখার ঘরে থেকে আগুনটি লাগে। এ সময় আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে সোবাহান দেওয়ান, কামাল দেওয়ান, হোসেন দেওয়ান, মোতাহার শেখ, মোসলেম শেখ এবং রোমান শেখের ঘরসহ ১০ টি পরিবারের ১২ ঘর আগুনে ভস্মিভূত হয়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌছার আগেই স্থানীয় হাজার খানেক লোক দেশীয় পদ্ধতিতে আগুন নিভাতে সক্ষম হয়। কিন্তু তার আগেই ১২টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় আগুন নিভাতে গিয়ে এবং মালামাল সড়াতে গিয়ে কমপক্ষে ৮ জন আহত হয়েছে। আহত হোসেন দেওয়ান(৬৫), রাকিব(৩৮), বিউটি বেগম(৪০) ও মোতাহারকে(৩৫) ঢাকা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার দেয়া বা ভর্তি করা হয়েছে। ইছাপুরা ইউপি চেয়ারম্যান আ. মতিন হাওলাদার বলেন,অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার মত ক্ষতি হয়েছে এবং শুক্রবার সকালে সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন । সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিম জানান, ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসন থেকে ৩ বান করে ৩০ বান টিন দেওয়া হয়েছে এবং ক্ষতি গ্রস্তদের অ আর্থিক সহযোগিতাও করা হবে।
×