ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে দুই ভাই অজানা রোগে আক্রান্ত

প্রকাশিত: ০৪:৫৬, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

নীলফামারীতে দুই ভাই অজানা রোগে  আক্রান্ত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জন্মের পর হতেই দুই ভাই হেঁটে বেড়াতো। পায়ে হেঁটে স্কুলে যাওয়া আসা করত। কিন্তু হঠাৎ করে দুই ভাই অজানা রোগে আক্রান্ত হয়ে এখন পঙ্গু হতে বসেছে। তারা এখন আর হাঁটাচলা করতে পারছে না। এই দুই ভাই হলো নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা উত্তর নিচপাড়া ভুল্লীরটারী গ্রামের লিটন রানা ও স্মৃতি বেগমের দুই ছেলে আরিফুজ্জামান বিপ্লব (১২) ও লামবাবু (১০)। শুক্রবার সকালে দুই ভাইয়ের মা ও বাবা জানায় জন্মের পর হতো তাদের দুই ছেলে স্বাভাবিকভাবেই চলাচল করত। তাদের শরীরে কোন রোগ বালাই ছিল না। এখন দুই ভাই হাটতে পারে না। বসে থাকে। তাদের পাগুলো অচল হয়ে গেছে। যখন ভাল ছিল তখন বড় ছেলে দ্বিতীয় শ্রেণীর ও দ্বিতীয় ছেলে প্রথম শ্রেণীতে পড়ত। প্রথমে বড় ছেলে ও পরে ছোট ছেলে অজানা এই রোগে আক্রান্ত হয়ে পড়ে। তারা জানায় বর্তমানে দুটি ছেলেই কথাবার্তা বলতে পারলেও এখন পঙ্গু হয়ে শুধুই বসে থাকে। এ নিয়ে অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি কিন্তু কোন কাজ হয়নি। যখন যেখানে যে বলেছে সেখানেই নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছি। রংপুর ও ঢাকায় নিয়েও চিকিৎসা করিয়েছি ছেলে দুইটির। ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেও রোগ ধরতে পারেনি। তাই দুটি সন্তানের এ অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন মা বাবা। বাবা-মায়ের আকুতি যদি এ রোগের কোন চিকিৎসা খুঁজে পাওয়া যেত তাহলে তাদের সন্তান দুইটিকে পঙ্গুত্ব হতে রক্ষা করা যেত।
×