ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জানালেন পিডিবি চেয়ারম্যান

যৌথ উদ্যোগে ভারতে বিদ্যুত কেন্দ্র নির্মাণ করবে বাংলাদেশ

প্রকাশিত: ০৫:২১, ২ ফেব্রুয়ারি ২০১৮

যৌথ উদ্যোগে ভারতে বিদ্যুত কেন্দ্র নির্মাণ করবে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ॥ ভারতে যৌথ উদ্যোগে বিদ্যুত কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানি (বিআইএফসিএল) বিদ্যুত কেন্দ্রটি নির্মাণ করবে। বিদ্যুত কেন্দ্রের অর্ধেক মালিক হবে বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং ভারতের রাষ্ট্রীয় কোম্পানি ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানি লিমিটেড (এনটিপিসি)। এই কেন্দ্রটি নির্মাণ শেষে বাংলাদেশ সেখান থেকে বিদ্যুত আমদানি করবে। কয়লা চালিত কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা হবে এক হাজার ৩২০ মেগাওয়াট। দিল্লীতে বাংলাদেশ-ভারত বিদ্যুত খাতে সহায়তা বিষয়ক ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে বৃহস্পতিবার দেশে ফিরে পিডিবি চেয়ারম্যান প্রকৌশলী খালিদ মাহমুদ বলেন, আমরা এ বিষয়ে একটি কমিটি করে দিয়ে এসেছি। এখন ওই কমিটি বিদ্যুত কেন্দ্র নির্মাণের উদ্যোগটি বাস্তবায়ন করবে। রামপালে যে প্রক্রিয়ায় বিআইএফসিএল বিদ্যুত কেন্দ্র নির্মাণ করছে একই প্রক্রিয়াতে ভারতে আমরা কেন্দ্র নির্মাণ করব। তিনি বলেন, ভারত এ বিষয়ে সম্মতি দিয়েছে। এখন আমরা ভারত থেকে বিদ্যুত আমদানি করছি। ওই কেন্দ্রের বিদ্যুতও বাংলাদেশ আমদানি করবে। বৈঠকের নতুন দিক সম্পর্কে পিডিবি চেয়ারম্যান বলেন, ভারত থেকে আমরা সৌর বিদ্যুত আমদানির প্রস্তাব দিয়েছি। এ বিষয়ে দুই দেশের একটি কমিটি কাজ করবে। ভারতে সৌর বিদ্যুত খুব সস্তায় পাওয়া যায়। আমরা তাদের এত কম দামে বিদ্যুত উৎপাদনের কৌশল জানতে চাইলে তারা জানিয়েছে সেখানে তারা জমি এবং গ্রিড লাইন করে দেয়। উদ্যোক্তাদের কেবল প্যানেল বসালেই চলে। আমাদের এখানে আমরা সৌর বিদ্যুত উৎপাদনের চেষ্টা করেও জমি সংস্থান না করতে পারায় তা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। তবে ভারত এ বিষয়ে আমাদের সহায়তা করতে আগ্রহ দেখিয়েছে বলে জানান তিনি। বিদ্যুত সচিব ড. আহমদ কায়কাউসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত সোমবার দিল্লী যান। মঙ্গল ও বুধবার বৈঠক শেষে প্রতিনিধি দলের একাংশ বৃহস্পতিবার বিকেলে দেশে ফিরে আসেন। এর মধ্যে পিডিবি চেয়ারম্যান বিকেলে টেলিফোনে বৈঠকের আলোচনার বিষয়টি জানান। রামপালে ভারত এবং বাংলাদেশের উদ্যোগে বিদ্যুত কেন্দ্র নির্মাণের শুরু থেকেই দেশের পরিবেশবাদীরা ভারত কেন তার দেশে এ ধরনের প্রকল্প নির্মাণ না করে এককভাবে বাংলাদেশে কয়লার দূষণ ছড়িয়ে দিচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলে। বাংলাদেশও গত কয়েকটি বৈঠকে ভারতের বিদ্যুত খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। এছাড়া দেশের বেসরকারী খাতের কয়েকটি কোম্পানিও ভারতের বিদ্যুত খাতে বাংলাদেশী বিনিয়োগের ব্যবস্থা করতে সরকারকে অনুরোধ জানায়। ভারত ইতোপূর্বে তাদের বিদ্যুত কেন্দ্র করার বিষয়ে মতামত প্রদান থেকে বিরত থাকলেও এখন এ বিষয়ে সম্মতি দিয়েছে। বলা হচ্ছে বিদ্যুত কেন্দ্রটি নির্মাণে রামপালের প্রক্রিয়া অনুসরণ করা হবে। এক্ষেত্রে কোম্পানি গঠনের বিষয়ে নতুন করে আলোচনার কোন দরকার হবে না। শুধু ভারতে কোম্পাটির রেজিস্ট্রেশন করলেই কেন্দ্র নির্মাণ করা যাবে। কেন্দ্রটি যেহেতু বাংলাদেশে বিদ্যুত রফতানি করবে তাই বাংলাদেশ সীমান্তের কাছে সুবিধাজনক কোন জায়গায় এটি নির্মাণ করা হতে পারে।
×