ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিজিবির কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা

প্রকাশিত: ০৬:৩৪, ৩১ জানুয়ারি ২০১৮

বিজিবির কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা

স্পোর্টস রিপোর্টার ॥ পিলখানায় বিজিবি সদর দফতরের বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৮৯ কৃতী খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে মঙ্গলবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বিজিবির মহাপরিচালক ও বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবুল হোসেন, বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, ভাইস প্রেসিডেন্ট অঞ্জন চৌধুরী পিন্টু, শেখ বশির আহমেদ মামুন, বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল মাইনুল ইসলাম, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) দীল মোহাম্মদ প্রমুখ। ২০১৭ সালে বিজিবি খেলোয়াড়রা আন্তর্জাতিক পর্যায়ে ১৪ খেলায় অংশগ্রহণ করে ২০ স্বর্ণ, ১৯ রৌপ্য এবং ১৪ তাম্রপদক পদক অর্জন করেন। এছাড়া জাতীয় ও ফেডারেশন পর্যায়ে অনুষ্ঠিত বিজিবি ২৩ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১১টিতে চ্যাম্পিয়ন এবং ৪ টিতে রানার্সআপ এবং ৩ টিতে তৃতীয় স্থান অধিকার করে। এছাড়াও ব্যক্তিগত ইভেন্টে ৩২ স্বর্ণ, ৩১ রৌপ্য এবং ২৪ তাম্রপদক অর্জন করে। জাতীয় ব্যাডমিন্টনে শাপলা-এলিনার জয় স্পোর্টস রিপোর্টার ॥ পাবনার শহীদ এ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামের ফি. ম. শামসুল আরেফিন জিমনেসিয়াম হলে চলমান ‘রুচি ফি. ম. শামসুল আরেফিন স্মৃতি জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে’ মঙ্গলবারের খেলায় জিতেছেন মহিলা এককে আনসারের শাপলা আক্তার, দুলালী হালদার, সেনাবাহিনীর এলিনা সুলতানা, ফাতেমা বেগম, রেহেনা খাতুন, নাবিলা জামান, বৃষ্টি খাতুন, ইরিনা পারভীন রতœা, পাবনা জেলার রতœা আক্তার; মহিলা দ্বৈতে আনসারের শাপলা-দুলালী, সেনাবাহিনীর অনামিকা-ফাতেমা, বৃষ্টি-রেহেনা এবং এলিনা-নাবিলা জুটি; মিশ্র দ্বৈতে সেনাবাহিনীর মোরসালিন-বৃষ্টি, আবু জার-এলিনা, সাকিব-নাবিলা, আনসারের খালেদ-শাপলা, পরশ-দুলালী, মুন্সীগঞ্জের মুক্তার-লিজা, পাবনার তুষার-রেশমা এবং লাল চাঁদ-ঊর্মি জুটি, পুরুষ এককে সিলেটের সালমান, লোকমান, ঢাকার আরিফ হোসেন অনিক, রমজান, চট্টগ্রামের সিবগাত উল্লাহ, আনসারের পরশ, মিনহাজ, অহিদুল জয়লাভ করেন।
×