ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লালমনিরহাট সীমান্তে নির্যাতন করে বাংলাদেশী যুবককে হত্যা

প্রকাশিত: ২২:৩৫, ২৮ জানুয়ারি ২০১৮

লালমনিরহাট সীমান্তে নির্যাতন করে বাংলাদেশী যুবককে হত্যা

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে রবিবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর(বিএসএফ) প্রথমে নির্যাতন ও পরে গুলি করে মঞ্জুরুল আলম (২০) নামে এক বাংলাদেশী যুবকে হত্যার অভিযোগ উঠেছে। পাটগ্রাম উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। স্থানীয়রা জানান, রবিবার ভোর পৌনে ৪টার দিকে বুুড়িমারী ইউনিয়নের উফারমারা-নাটারবাড়ি এলাকার আসাদুল ইসলামের ছেলে মঞ্জুরুল আলমসহ কয়েকজন গরু ব্যবসায়ী বুড়িমারী সীমান্তের ৮৩৬ নম্বর পিলারের কাছ দিয়ে ভারতে গরু আনতে যায়। এ সময় ভারতীয়-৬১ বিএসএফ ব্যাটালিয়নের খরখরিয়া ক্যাম্পের টহল দলের সদস্যরা মঞ্জুরুল আলমকে আটক করে বেদম মারধর করে। পরে ওই সীমান্তে গুলি করে ফেলে রেখে চলে যায়। তবে, তার সঙ্গীরা পালিয়ে আসতে সক্ষম হন। খবর পেয়ে পরিবারের সদস্যরা মঞ্জুরুল আলমকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮ টায় তার মৃত্যু ঘটে। মৃত্যু’র সত্যতা নিশ্চিত করেছেন- পাটগ্রাম উপজেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রফিকুল ইসলাম। এব্যাপারে রংপর-৬১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মুনীরুজ্জামান জানান, এ ঘটনায় কড়া প্রতিবাদপত্র পাঠিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
×