
নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ শনিবার সকালে হবিগঞ্জ সদর উপজেলাধীন তেঘরিয়া গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে হুমায়ূন মিয়া নামে এক ছাত্র নিহত হয়েছে। সে স্থানীয় আইডিয়াল হাই স্কুলের ৮ম শ্রেনীর ছাত্র।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, হুমায়ূন সকালে গরুর জন্য নিজ বাড়ীর পাশ্ববর্তী একটি স্থানে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এসময় হুমায়ূনকে আহত অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।