ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছিনতাইকারীর ছুরিকাঘাতে সুপারভাইজার নিহত

প্রকাশিত: ০৫:৫৮, ২৮ অক্টোবর ২০১৭

ছিনতাইকারীর ছুরিকাঘাতে সুপারভাইজার নিহত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার বালুয়াকান্দিতে ছিনতাইকারীর ছুরির আঘাতে খোকন মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে বালুয়াকান্দি এলাকায় দুই ছিনতাইকারীর ছুরির আঘাতে এ ঘটনা ঘটে। নিহত খোকন মিয়া নারায়ণগঞ্জের নবীনগর কেএমসি এয়ার গ্যাস ইন্ডাস্ট্রিজের সুপারভাইজার। ড্রাইভার বলেন, বৃহস্পতিবার কুমিল্লা থেকে মাল ডেলিভারি করে (অক্সিজেন সিলিন্ডার) আসতে রাত দেড়টা বেজে যায়। একপর্যায়ে গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় জ্যামে পড়ি। এ সময় দুই ছিনতাইকারী প্রথমে আমাকে ছুরি দিয়ে আটক রেখে তল্লাশি করে কিছু পায়নি। তখন আমার পাশে বসা ছিল সুপারভাইজার খোকন। তার কাছে ডেলিভারির টাকা ছিল। তাকে তল্লাশি করতে গেলে আমি গাড়ি থেকে বের হয়ে চিৎকার করতে থাকি কেউ সাড়া দেয়নি। পরে আমি গাড়ির সামনে গেলে দেখা যায় খোকন আহত অবস্থায় পড়ে আছে। এর পরপরই তাকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত খোকন নেত্রকোনা জেলার সতরো সি গ্রামের নাদের উজ্জামানের ছেলে।
×