ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাজীগঞ্জে গৃহবধুর মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ০১:১৩, ২৪ সেপ্টেম্বর ২০১৭

হাজীগঞ্জে গৃহবধুর মৃতদেহ উদ্ধার

সংবাদদাত, হাজীগঞ্জ, চাঁদপুর ॥ চাঁদপুরে হাজীগঞ্জ উপজেলায় জান্নাতুল ফেরদৌস (১৯) নামের এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে হাজীগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া বেপারী বাড়ী থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। ঘটনার পর থেকেই স্বামী মো. রানা (২৬) পলাতক রয়েছে। এ বিষয়ে হাজীগঞ্জ থানা একটি হত্যা মামলা দায়ের করবেন বলে জানান গৃহবধুর মা পারুল বেগম। গৃহবধু একই উপজেলার ৪ নং কালচোঁ ইউনিয়নের রামপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। মা পারুল বেগম বলেন, ‘দুই বছর পূর্বে দুই লাখ টাকা (সিএনজি ক্রয় বাবদ) ও তিন ভরি স্বর্ণ দিয়ে বিয়ে দিয়েছি। তাদের দাম্পত্যময় জীবনে জুবায়ের নামে দুই বছরে পুত্র সন্তান রয়েছে। মো. রানা এর পূর্বে আরো একটি বিয়ে করে। ওই বউকে মারধর করে তাড়িয়ে দেয়। জান্নাতকেও মারধর করত। তাদের স্বামী-স্ত্রীর কলহ নিয়ে একাধিকবার শালিশী বৈঠক হয়েছে।’ গৃহবধুর ছোট বোন বলেন, ‘রাতে আমার বোন ও আমাকে মেরেছে। সকালে আমি বাড়ী চলে যাই। পরে বোনের মৃত্যুর খবর পাই। আমার বোনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে সে দাবী করে।’ এদিকে গৃহবধুর শ্বশুর মো. বিল্লাল হোসেন বলেন, ‘কয়েকদিন পূর্বে তাদের সাংসারিক কলহ হয়। এ নিয়ে বৈঠকও হয়েছিল। সকালে ছেলে রানা কর্মের তাগিদে সিএনজি নিয়ে বরিয়ে পড়ে। তারপর ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে জান্নাত।’ মামলার তদন্ত কর্মকর্তা বলাই বলেন, ‘সুরতাহাল রির্পোট তৈরি করেছি। গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি।’ হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদুল ইসলাম বলেন, ‘আত্মহত্যার খবর পেয়েছি। ময়না তদন্ত হবার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।
×