ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চলতি শিক্ষাবর্ষেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হবে

প্রকাশিত: ০৭:২০, ২৪ সেপ্টেম্বর ২০১৭

চলতি শিক্ষাবর্ষেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হবে

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ২৩ সেপ্টেম্বর ॥ শনিবার সকালে মঞ্জুরি কমিশনের সদস্যবৃন্দ ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি ঘোষণা দেন চলতি বছরেই বিশ্বমানের এ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রম শুরু হবে। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. এম শাহনেওয়াজ আলী মঞ্জুরি কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় পরিচালক খন্দকার হামিদুর রহমান, অতিরিক্ত পরিচালক মোঃ কামাল হোসেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. বিশ্বজিৎ ঘোষ, রেজিস্টার ড. আব্দুল ওয়াহাব ও উপপরিচালক (অর্থ ও হিসাব) গোলাম সারোয়ার। মঞ্জুরি কমিশনের সদস্যগণ ও ভিসি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করার জন্য সম্ভাব্য অস্থায়ী স্থান হিসেবে শাহজাদপুর সরকারী কলেজ, বঙ্গবন্ধু মহিলা কলেজ, শাহজাদপুর মহিলা কলেজ ও মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রী কলেজের ভবন পরিদর্শন করেন। নড়াইলে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ৮ নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৩ সেপ্টেম্বর ॥ এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে নড়াইলের বাঁশগ্রাম ইউনিয়নের যদুনাথপুর গ্রামে দু’গ্রুপের সংঘর্ষে মহিলাসহ আটজন আহত হয়েছে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষকালে দু’গ্রুপের পাঁচটি বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ জানায়, শনিবার সকালে বাঁশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলামের গ্রুপের সঙ্গে তার গ্রামের প্রতিপক্ষ রিয়াজ হোসেনের গ্রুপের দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে গুরুতর আহত বিলায়েত হোসেন, সাহেব আলী, সোহেল রানা, বক্তিয়ার মোল্যা, বরকত হোসেন, কিবরিয়া, ফিরোজ মোল্যা, আশরাফুল ও রোকেয়া বেগমকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×