ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুম্বাইয়ে সিরিজ বোমা হামলা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৫:৪৭, ৮ সেপ্টেম্বর ২০১৭

মুম্বাইয়ে সিরিজ বোমা হামলা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের মুম্বাইয়ে ১৯৯৩ সালের ধারাবাহিক বোমা হামলায় দোষী সাব্যস্ত দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে সন্ত্রাস দমন বিষয়ক এক বিশেষ আদালত। এছাড়া দুই আসামিকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদ- এবং অপর এক আসামি পেয়েছে দশ বছরের কারাদ-। এরআগে গত ১৬ জুন উক্ত মামলায় আদালত ছয়জনকে দোষী সাব্যস্ত করে। পরে এদের একজন মারা যায়। খবর বিবিসি ও এনডিটিভি অনলাইনের। ফাঁসির দ-প্রাপ্ত আসামিরা হলো ফিরোজ খান ও তাহের মার্চেন্ট। আদালতে তাদের বিরুদ্ধে হত্যাসহ ষড়যন্ত্রের অপরাধ প্রমাণিত হয়েছে। আর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবু সালেম ও করিমুল্লা। হামলার পরপরই আবু সালেম দেশ থেকে পালিয়ে যায়। বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় ২০০৫ সালে তাকে ভারতে ফিরিয়ে আনা হয়। দশ বছরের কারাদ- দেয়া হয়েছে রিয়াজ সিদ্দিকীকে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল কম গুরুতর। মুসলিমবিরোধী দাঙ্গার প্রতিশোধ নিতে ২৪ বছর আগের এই প্রাণঘাতী বিস্ফোরণে ২৫৭ জন নিহত ও ৭১৩ জন আহত হন। ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করা হয়। এদের মধ্যে মূল ষড়যন্ত্রকারী মোস্তফা দোসার আগেই মৃত্যু হয়। আর খালাস পান একজন।
×