ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঈদে শফিকুর রহমান শান্তনুর ৮ নাটক

প্রকাশিত: ০৫:৫১, ১ সেপ্টেম্বর ২০১৭

ঈদে শফিকুর রহমান শান্তনুর ৮ নাটক

স্টাফ রিপোর্টার ॥ এবার ঈদ-উল আযহায় নন্দিত নাট্যকার শফিকুর রহমান শান্তনু রচিত ৮ নাটক বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। তার মধ্যে একটি ৭ পর্ব পূর্ণিমা অভিনীত ‘রূপালি’ প্রচার হবে একুশে টিভিতে। পরিচালনা করেছেন শাখাওয়াত মানিক। এছাড়া সৈয়দ শাকিল পরিচালিত ‘ছাড়পত্র’ এটিএন বাংলায়, সকাল আহমেদ পরিচালিত ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ চ্যানেল নাইনে, এল আর সোহেল পরিচালিত ‘ডাকাত’ ও আদিত্য জনি পরিচালিত ‘স্যালুট’ প্রচার হবে আরটিভিতে। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘আসবে বলে’ একুশে টিভিতে, বি ইউ শুভ পরিচালিত ‘বেস্ট কাপল’ ও ‘তুমি এসেছিলে অবশেষে’ মাছরাঙা চ্যানেলে প্রচার হবে। এ প্রসঙ্গে শফিকুর রহমান শান্তনু বলেন, অনেক রকম সীমাবদ্ধতা সত্ত্বেও চেষ্টা করেছি, বৈচিত্রময় ও ভিন্নধর্মী কিছু নাটক লিখতে। আশা করছি দর্শক উপভোগ করবেন। ঈদের নাটকের পাশাপাশি কয়েকটি ধারাবাহিক নাটক নিয়ে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।
×