ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বার্গার কিংয়ের মুদ্রা...

প্রকাশিত: ০৪:১০, ৩১ আগস্ট ২০১৭

বার্গার কিংয়ের মুদ্রা...

মার্কিন ফাস্ট-ফুড চেইন বার্গার কিং তাদের নিজস্ব ক্রিপ্টো-কারেন্সি চালু করেছে। রাশিয়ায় হুপারকয়েন নামের ভার্চুয়াল মুদ্রা চালু করেছে প্রতিষ্ঠানটি। গ্রাহকরা তাদের হুপার স্যান্ডউইচ কেনার জন্য প্রতি রুবল খরচের বিপরীতে একটি করে কয়েন পাবেন। এর মাধ্যমে রুশ নাগরিকরা ভার্চুয়াল মুদ্রা দিয়ে হুপার কিনতে পারবেন। প্রতিটি হুপার কিনতে এক হাজার সাত শ’ রুবল লাগবে। -বিবিসি সবচেয়ে দামী মোবাইল! বিশ্ব বিখ্যাত গাড়ি কোম্পানি ল্যাম্বরগিনি নিয়ে এলো সবচেয়ে দামী মোবাইল ফোন। দাম দু’হাজার ৪৫০ ডলার। আলফা ওয়ান নামের মোবাইলটি শুধু ইউরোপ ও আরব আমিরাতেই পাওয়া যায়। মোবাইলটিতে রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি ডিসপ্লে, ২০ মেগাপিক্সেল ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৪ জিবি র‌্যাম, ৬৪ জিবি ইন্টারনাল মেমরি স্টোরেজ, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার। -ভার্জ
×