ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মনন আসাদের ‘সোনার বালা’

প্রকাশিত: ০৫:১০, ২৮ আগস্ট ২০১৭

মনন আসাদের ‘সোনার বালা’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘সোনার বালা’। সঞ্জয় দত্তর রচনায় নাটকের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মনন আসাদ। ফালগুনী ব্যানার্জী নিবেদিত নাটকটি প্রযোজনা করেছে অরোরা এ্যাড মিডিয়া। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া আহমেদ, রওনক হাসান, সুষমা সরকার, লীনা ফেরদৌসী, আহসানুল হক মিনু, সঞ্জয় রাজ, সুমন আচার্য, হুমায়ুন কাবেরী, হিরা সাহ, হারিসসহ আরও অনেকে। নাটকের চিত্রগ্রহণে ছিলেন রুহুল আমিন, সম্পাদনায় ছিলেন আমিরুল ইমরান। নাটকটি ঈদে চ্যানেল নাইনে প্রচার হবে বলে জানা গেছে। পারিবারিক বন্ধন ও সামাজিক সচেতনতার মূল্যায়ন ও মূল্যবোধের অবক্ষয়ের নির্মল উপলব্ধির নাটক ‘সোনার বালা’। গ্লোবালাইজেশনের যুগে সারা বিশ্ব হাতের মুঠোয় থাকলেও আত্মার আত্মীয়, পরমাত্মীয় এমনকি রক্তের সম্পর্কগুলোও দূর পরবাসে নিভৃতে কাঁদে। এমনকি একই পরিবারের বা একই পিতার ঔরসজাত সন্তানরাও অপরিচিত ও নিজেদের সম্পর্কের ব্যাপারে অজ্ঞাত। এ রকম একটি পরিবারের রক্তের সম্পর্কের অজ্ঞাত বন্ধন ও দূরত্বের পটভূমি নিয়ে এগিয়েছে ‘সোনার বালা’ নাটকের গল্প। পারিবারিক সম্পর্কের বন্ধন বিলীন ও অস্তিত্বহীনতার কারণে সৃষ্ট একই পিতার ঔরসজাত বোনের প্রতি আগন্তুক একমাত্র ভাইয়ের ভালবাসা ও ত্যাগ সুখ স্থাপনের অবিশ্বাস্য নিদর্শনের গল্প ‘সোনার বালা’। বর্তমান সমাজ ব্যবস্থায় আমাদের সামাজিক সম্প্রীতি ও পারিবারিক বন্ধনের দূরত্বগুলো এমন পর্যায়ে দাঁড়িয়ছে যে, নিজেদের দুচারটা পরিবার ও আত্মীয় স্বজন ছাড়া অন্যান্য আত্মীয় পরিজন ও বংশধরদের সম্পর্কে তেমন কোন জানা-শোনাতো নেইই, জানার কোন আগ্রহও নেই। মেহমানদারি, বেড়ানো, পারিবারিক ও সামাজিক আচারানুষ্ঠানে অংশগ্রহণ ও যাতায়াত পারিবারিক আত্মীয়তা ও সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। কিন্তু এই সমাজ ব্যবস্থায় আমরা এ বিষয়গুলোকে উটকো ঝামেলা ও বিরক্তিকর বোঝা মনে করে শুধুমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত ও এক ঘরে হয়ে যাচ্ছি। আর বেড়ানো বা ঘুরতে যাওয়া বলতে কোন রেস্টুরেন্ট, রিসোর্ট বা কোন হোটেল-মোটেলে গিয়ে রুম রিজার্ভ করে সময় কাটানোকে বুঝি। পরমাত্মীয়দের বাড়িতে বেড়ানোটা এখন সবার কাছে উটকো ও বাড়তি ঝামেলা মনে হয়। এমনকি আমরা নিজেদের পরিবার ও পূর্বপুরুষদের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক কর্মকা সম্পর্কে অবগত তো নই ই বরং জানতেও অনাগ্রহী। এসব বিষয়কে প্রাধান্য দিয়ে নির্মিত হয়েছে নাটক ‘সোনার বালা’।
×