ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৪ নাটকে রামিজ রাজু

প্রকাশিত: ০৫:৩৮, ৩ আগস্ট ২০১৭

৪ নাটকে রামিজ রাজু

স্টাফ রিপোর্টার ॥ জীবনের সঙ্গে অভিনয়কে গেঁথে নিয়েছেন প্রতিভাবান অভিনেতা রামিজ রাজু। একাধারে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে নিজের অভিনয় নৈপুণ্যে দর্শকের মন জয় করেছেন তিনি। সংস্কৃতি অঙ্গনে পদচারণা স্কুল জীবন থেকে। গান, কবিতা, বিতর্ক এসব নিয়ে সরব ছিলেন সেই তখন থেকেই। তিনি ১৯৯৯ সালে প্রথম থিয়েটারের সঙ্গে যুক্ত হন এবং এখন পর্যন্ত প্রাঙ্গণেমোর নাট্যদলের সঙ্গে নিয়মিত কাজ করে যাচ্ছেন। পাশাপাশি অন্য দলেও সাবলীল উপস্থিতি রয়েছে তার। অভিনয় দক্ষতার স্বীকৃতি স্বরূপ পেয়েছেন ‘লাক্স আরটিভি স্টার এ্যাওয়ার্ড’। এ মাসে রামিজ রাজুর চারটি নাটক মঞ্চে প্রদর্শিত হবে। প্রতিটি নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করবেন তিনি। কখনও তাকে দেখা যাবে এক অস্থির প্রেমিক হিসেবে, কখনও তরুণ রবি ঠাকুরের ভূমিকায়, কখনওবা ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর আবার কখনও একজন প্রৌঢ় চিত্রশিল্পীর ভূমিকায়। প্রতিটি চরিত্র আপন শিল্প মহিমায় দর্শকের চিত্ত ভরিয়ে দেন তিনি। রামিজ রাজু জনকণ্ঠকে বলেন, আমি যখন কোন চরিত্রে অভিনয় করি, তখন আমি সেই চরিত্রের মধ্যে ডুবে যাই। আমি মনে করি প্রতিটি চরিত্রকে সেই ভাবেই দর্শকের সামনে তুলে ধরা প্রত্যেক অভিনেতার দায়িত্ব। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে চাই আমার মাসে অন্তত ১৫টি শো থাকুক। আমি নিজেকে সেই ভাবেই প্রস্তুত করছি। আমি মনে করি অভিনেতাদের থিয়েটারকে প্রফেশনাল হিসেবে নেয়া উচিত। সর্বস্তরের মানুষ যেন থিয়েটারমুখী হয় আমি এ প্রত্যাশাই করি। শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে আজ ও ২২ আগস্ট স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে থিয়েটারওয়ালা রেপার্টরি প্রযোজনা নাটক ‘জবর আজব ভালবাসা’। এতে একজন অস্থির প্রেমিকের ভূমিকায় দেখা যাবে রামিজ রাজুকে। আন্তন চেখভের নাটকটি অনুবাদ করেছেন মোবারক হোসেন খান। রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। মহিলা সমিতি মঞ্চে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে প্রাঙ্গণেমোর প্রযোজনা নাটক ‘আমি ও রবীন্দ্রনাথ’। এ নাটকে তাকে দেখা যাবে ২১ বছর বয়সী রবীন্দ্রনাথ ঠাকুর রূপে। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। এ মাসের ১১ তারিখ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে প্রাঙ্গণেমোর প্রযোজনা নাটক ‘দাঁড়াও জন্ম যদি তব বঙ্গে’। নাটকে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের চরিত্রে অভিনয় করবেন তিনি। নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কু-ু এবং নির্দেশনা দিয়েছেন অনন্ত হীরা। শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ১৩ আগস্ট সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে প্রাঙ্গণেমোর প্রযোজনা নাটক ‘ঈর্ষা’। এতে একজন প্রৌঢ় চিত্রশিল্পীর ভূমিকায় অভিনয় করবেন তিনি। নাটকটি রচনা করেছেন সৈয়দ শামসুল হক এবং নির্দেশনা দিয়েছেন অনন্ত হীরা।
×