ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৪:২০, ১ আগস্ট ২০১৭

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

বি.এস.সি (অনার্স), এম.এস.সি (১ম শ্রেণি, রসায়ন), সহকারি শিক্ষক, দেলুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদমদীঘি, বগুড়া। মোবাইল : ০১৭২৪৬২৩৭৮৭ ভগ্নাংশ ১৭। প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে ছোট কোন্টি? উত্তর : প্রকৃত ভগ্নাংশ। ১৮। ৮/৯ লিটার দুধ ৫ জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার দুধ পাবে? উত্তর : ৮/৪৫ লিটার। ১৯। ৩/৫ী১/৮ী৮/৩ = কত? উত্তর : ১/৫। ২০। ৭/৬ এর ৫/২১ = কত? উত্তর : ৫/১৮। ২১। একটি জমির ৩/৫ অংশ রুমি ও ৩/৭ অংশ অরিন নিল। কে বেশি জমি নিল? উত্তর : রুমি। ২২। ৪/৭ ভাগ ৩/৪ = কত? উত্তর : ১৬/২১ ২৩। ২৪/ ৩৬ ভগ্নাংশটির দুইটি সমতুল ভগ্নাংশ লেখ। উত্তর : ১২/১৮, ৮/১২। ২৪। ৩/৫ বর্গ মি দেয়াল রঙিন করতে ১/৩ ডেসি লি রং লাগে। ১ ডেসি লি রং দ্বারা কত বর্গ মি দেয়াল রঙিন করা যাবে? উত্তর : ৯/৫ বর্গ মি। ২৪। ভগ্নাংশের নিচের রাশিকে কী বলে? উত্তর : হর। ২৫। ২/৩ গুন ১/৮ ভাগ ৭/৯ সমান কত? উত্তর : ৩/২৮। ২৬। ৬/৭ লিটার মধু ৩ জনকে সমানভাবে ভাগ করে দেয়া হলো। প্রত্যেকে কত লিটার মধু পেল। উত্তর : ২/৭ লিটার। ২৭। ৩/৪ ভাগ ৬/৫ গুন ১/৫ সমান কত? উত্তর : ১/৮। ২৮। সাজ্জাদ সাহেবের ২৪,০০০ টাকা ছিল। তিনি ঐ টাকার ৫/১২ অংশ এতিমখানায় দান করলেন। তিনি কত টাকা দান করলেন? উত্তর : ১০০০০টাকা। ২৯। এক বাটি পায়েস তৈরি করতে ২/৭ কিলোগ্রাম চিনি লাগে। এরূপ ১৪ বাটি পায়েস তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগবে? উত্তর : ৪ কিলোগ্রাম। ৩০। পূর্ণ সংখ্যার হর কত? উত্তর : ১। ৩১। ২৪/৭২ কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কত হবে? উত্তর : ১/৩। ৩২। একটি বর্গাকার মাঠের একপাশের দৈর্ঘ্য ২/৩ কিমি। মাঠের ক্ষেত্রফল কত? উত্তর : ৪/৯ বর্গ কিমি।
×