ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

যৌতুকের জন্য নির্যাতন ॥ গৃহবধূ হাসপাতালে

প্রকাশিত: ০৬:২৯, ২৬ জুলাই ২০১৭

যৌতুকের জন্য নির্যাতন ॥  গৃহবধূ হাসপাতালে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সেন্ট মার্টিন দ্বীপে যৌতুকের জন্য পাষ- স্বামী তার স্ত্রীকে অমানবিক নির্যাতন করেছে। স্বামী আয়াছ তার স্ত্রী সুফাইরা বেগমের মুখম-ল কেটে ক্ষতবিক্ষত করেছে। সুফাইরা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সেন্ট মার্টিনে এ ঘটনা ঘটে। নরপশু স্বামী মোঃ আয়াছ পালিয়ে গেছে। আয়াছ সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিমপাড়ার বাসিন্দা ফজল করিম ওরফে আনিক্কার ছেলে। সুফাইরা নজরুলপাড়ার নুরুল বশরের মেয়ে। জানা যায়, বছরখানেক আগে তাদের বিয়ে হয়েছে। বিয়ের কিছুদিন পর স্বামী যৌতুকের জন্য নির্যাতন শুরু করলে সুফাইরা বেগম বাবার বাড়ি চলে আসে। পরবর্তীতে নির্যাতন করবে না মর্মে অঙ্গীকার দিয়ে সুফাইরাকে নিয়ে যায়।
×