ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১৪৪ ধারা জারি

দার্জিলিংয়ে সরকারী অফিস ও পুলিশ ফাঁড়িতে আগুন

প্রকাশিত: ০৬:০৭, ১৯ জুন ২০১৭

দার্জিলিংয়ে সরকারী অফিস ও পুলিশ ফাঁড়িতে আগুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিংকে আলাদা রাজ্যের দাবিতে অনির্দিষ্টকালের বন্ধ চালিয়ে যাচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চা (জিজেএম)। সেখানে আন্দোলনকারীদের দমন করতে ইন্টারনেটের গতি কমিয়ে দেয়া হয়েছে, যাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গণমাধ্যমে কোন কথা বলতে না পারে তারা। খবর ওয়েবসাইটের। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আন্দোলনকারীরা গণমাধ্যমের বিভিন্ন গ্রুপের মাধ্যমে তথ্য ছড়িয়ে দেয়। এর মাধ্যমেই নিজেদের মধ্যে যোগাযোগ রাখে। এসব গ্রুপের মধ্যে হওয়া বৈঠকেই ঠিক হয় আন্দোলনের রূপরেখা। সে অনুযায়ী প্রশাসনের বিরুদ্ধে শুরু হয় হিংসাত্মক আন্দোলন। ইন্টারনেটের গতি কমানো হলেও পরিষেবা বন্ধ করা হয়নি। মোবাইল পরিষেবাও স্বাভাবিকভাবেই চালু রয়েছে। এদিকে রবিবার সকাল থেকে আবার উত্তপ্ত হয়ে উঠেছে পাহাড়। কালিম্পংয়ে একাধিক সরকারী অফিসে আগুন লাগিয়ে দিয়েছে মোর্চা সমর্থকেরা। একই সঙ্গে গরু বাথানের আলে জিপি এবং ডালিম জিপিতেও আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। ভাংচুর চালানো হয়েছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। একই সঙ্গে পুলিশ ফাঁড়িতে আগুন লাগায় মোর্চা বাহিনী। উত্তেজনা বিরাজ করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। দোকানপাট বন্ধ রয়েছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে। ভারতে ভূমিধসে নিহত ৬ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মেঘালয় রাজ্যে ভূমিধসে অন্তত ছয় জন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছে। রবিবার দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘উমায়ামে শনিবার একটি বড় ধরনের ভূমিকম্পে পাঁচ জনের প্রাণহানি ঘটে।’ খবর সিনহুয়া’র। তিনি আরও বলেন, ‘ভূমিধসের সময় নিহতরা ঘুমিয়ে ছিলেন।’ কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পরপরই দুর্যোগ প্রতিরোধ বাহিনীর একটি দলকে সেখানে পাঠানো হয়েছে। দলটি আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ভানুয়াতুর প্রেসিডেন্ট মারা গেছেন ভানুয়াতুর প্রেসিডেন্ট বাল্ডউইন লন্সডেল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার ভানুয়াতু ডেইলি পোস্ট এ কথা জানিয়েছে। লন্সডেলের বয়স হয়েছিল ৬৭ বছর। রাজধানী পোর্ট ভিলায় লন্সডেল মারা যান। -এএফপি
×