ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তিন লাশ উদ্ধার

দুই গৃহবধূসহ পাঁচ খুন

প্রকাশিত: ০৬:৫৬, ১২ জুন ২০১৭

দুই গৃহবধূসহ পাঁচ খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ সাতক্ষীরায় পৃথক ঘটনায় ছেলের লাঠির আঘাতে বাবা ও স্বামীর লাঠি পেটায় নিহত হয়েছে স্ত্রী। মাদারীপুরে ইট দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বৃদ্ধকে। নীলফামারীতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী। বগুড়ায় খুন হয়েছে হোটেল কর্মী। এ ছাড়া বরিশালে নওমুসলিম ও সিলেটে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর ঃ সাতক্ষীরা ॥ পৃথক দুটি ঘটনায় ছেলের হাতে বাবা ও স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। পেশায় কাঠমিস্ত্রি ছেলের কাছে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ বাবা আকবর আলী (৬০) নিহত হয়েছেন। অপর ঘটনায় স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রী কঙ্কাবতীকে (৩৮) পিটিয়ে হত্যা করেছে পাষ- স্বামী বিজন ম-ল। রবিবার সকালে সাতক্ষীরা সদরের হাজীপুরে ও আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামে এই দুটি হত্যার ঘটনা ঘটে। পুলিশ ঘাতক স্বামী বিজন ম-লকে গ্রেফতার করলেও ঘাতক ছেলে আব্দুস সালাম পালিয়ে গেছে। স্থানীয়রা জানায়, বাবা ও ছেলের মধ্যে টাকা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে শনিবার রাতে তারাবি নামাজ শেষে ঝগড়া হয়েছিল। বাবা তার ছেলের কাছে পাওনা টাকা চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে সালাম তার বাবা আকবরের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হলে রবিবার ভোরে বাবা আকবর আলী মারা যান। এদিকে দুই সন্তানের জননী কঙ্কাবতী পরকীয়া নিয়ে স্বামী বিজনের সঙ্গে প্রায় ঝগড়া বিবাদ করতেন। রবিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী বিজন ম-ল স্ত্রীকে পিটিয়ে মেরে ফেলে। পরে স্ত্রীর লাশ বাড়ির পাশে গাছে ঝুলিয়ে দেয় স্বামী। মাদারীপুর ॥ ইট দিয়ে পিটিয়ে আবুল কালাম বেপারী (৬৫) নামে বৃদ্ধকে হত্যা করা হয়েছে। পাওনা টাকা চাইতে গেলে দেনাদারের লোকজন ঐ বৃদ্ধকে হত্যা করেছে বলে নিহতের পরিবারের দাবি। এ ঘটনা ঘটে শনিবার সন্ধ্যায় সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের লোহারডাঙ্গা এলাকায়। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সদর উপজেলা মস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের লোহারডাংগা এলাকার আবুল কালাম বেপারী দুই বছর আগে বাড়ির পাশের সোহরাব বেপারীর স্ত্রী পারভীন বেগম ও মেয়ে সোনিয়ার কাছে ধান দেয়ার শর্তে ৫০ হাজার টাকা ঋণ দেন। শনিবার সন্ধ্যায় সেই টাকা চাইতে গেলে পান্নু বেপারী ও তার পরিবারের লোকজন আবুল কালাম বেপারীর সঙ্গে বাগ্বিত-ায় জড়িয়ে পড়ে। কথা কাটাকাটির এক পর্যায়ে পান্নু বেপারী আবুল কালাম বেপারীকে ইট দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নীলফামারী ॥ স্বামীর পরকীয়া প্রেমে বাধা দেয়ায় দুই সন্তানের জননী গৃহবধূ মমতা বেগমকে (২৩) শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সদরের পলাশবাড়ি ইউনিয়নের আরাজি ইটাখোলা কোরানীপাড়া গ্রামে শনিবার রাতে সফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। রবিবার সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ মর্গে ময়নাতদন্ত করেছে। এ ঘটনার পর ওই গৃহবধূর স্বামী পলাতক বলে পুলিশ জানায়। নিহত মমতা বেগম সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের ভুজারীপাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। মমতার বড় ভাই আব্দুল হামিদ জানান, বোনের স্বামী ডিশলাইনের ব্যবসা করে। সে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়লে তার বোন তা জানতে পেরে বাধা দেয়। এ নিয়ে তার বোনকে স্বামী মারপিট করত। তিনি বলেন, শনিবার রাতে তার বোনকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার চালালেও কেউ লাশ ঝুলতে দেখেনি। এ ঘটনায় থানায় মামলা করা হয়। বগুড়া ॥ কাহালু উপজেলার কালাই নাটাইপাড়া এলাকায় শনিবার রাতে শাহীন ম-ল (৪০) খুন হয়েছে। বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে এক বাড়ির উঠানে তার গলাকাটা লাশ পাওয়া যায়। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। পুলিশ জানায়, কালাই নাটাই পাড়া এলাকার আকতার হোসেনের বাড়ির লোকজন সেহরির জন্য উঠে বাড়ির উঠানে লাশ পড়ে থাকতে দেখে। গৃহকর্তা দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় বিছানায় পড়া ছিল। বাড়িতে তার স্ত্রী এবং এক ছেলে রয়েছে। পুলিশ খবর পেয়ে সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ জানায়, নিহত শাহীন ম-লের গ্রামের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার খেউলি গ্রামে। কাহালুর সুখানগাড়ি এলাকায় তিনি শ্বশুরবাড়িতে থাকতেন। তিনি হোটেলে কাজ করতেন। বরিশাল ॥ আগৈলঝাড়া উপজেলার বড় বাশাইল গ্রামের বসত ঘর থেকে শনিবার রাতে নওমুসলিম আবুল কালামের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা নওমুসলিম আবুল কালামের লাশ শনিবার রাতে তার নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। আবুলের পূর্ব নাম ছিল রনজিৎ জয়ধর। রাধাকান্ত জয়ধরের পুত্র। গত সাত বছর পূর্বে সে অন্যত্র থেকে বিয়ে করে ধর্মান্তরিত হয়ে বড় বাশাইল গ্রামে বসবাস শুরু করে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, কালাম মোল্লা নিজে লাভবান হতে নওমুসলিম আবুলকে কব্জা করে তাকে দিয়ে তার সকল সহায় সম্পত্তি বিক্রি করিয়ে অর্থ হাতিয়ে নিয়েছে। এছাড়াও বিভিন্ন এনজিওর কাছে ঋণগ্রস্ত হয়ে পড়ে আবুল। অর্থনৈতিক দৈন্যতার কারণে তিনদিন পূর্বে আবুলের স্ত্রী আমেনা বেগম অভিমান করে বাড়ি থেকে ঢাকায় চলে যায়। এ ঘটনার পর আবুলের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি হত্যা না আত্মহত্যা এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। সিলেট ॥ বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত আবিদ আহমদ (২২) মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ (বড় ছুটিয়াং) গ্রামের মিছবাহ উদ্দিনের ছেলে। জানা যায়, সেহরির পর আবিদ ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে না ওঠায় তার বাবা তাকে ডাকতে যান। কিন্তু ভিতর থেকে কোন সাড়া-শব্দ না পেয়ে জানালা ভেঙ্গে তাকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবিদের ঝুলন্ত লাশ উদ্ধার করে। এদিকে কোম্পানীগঞ্জ উপজেলায় শামসির আলীর (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে পাড়ুয়া নোয়াগাঁও গ্রামে গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত শামসির আলী পাড়ুয়া নোয়াগাঁও গ্রামের আব্দুল মালিকের ওরফে গরিব উল্লার ছেলে।
×