ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাগুরায় শিশুদের পঠন দক্ষতা উন্নয়নে গোল টেবিল বৈঠক

প্রকাশিত: ০৩:১৫, ২৪ মে ২০১৭

মাগুরায় শিশুদের পঠন দক্ষতা উন্নয়নে গোল টেবিল বৈঠক

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ বুধবার মাগুরা পিটিআই সন্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষা ও শিশুদের পঠন দক্ষতা উন্নয়নে গনমাধ্যমের ভুমিকা দৃঢ করার লক্ষ্যে যশোর, ঝিনাইদহ ও মাগুরা জেলার সাংবাদিকদের নিয়ে টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে । মাগুরা পিটিআই সুপার বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিস লিয়েনা গারর্টস, চিফ অফ পার্টি, রিড প্রকল্প সেভ দ্য চিলড্রেন। বিশেষ অতিথি ছিলেন মাগুরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মিহির লাল কুরি, মো: অকিদুল ইসলাম, ডেপুটি ডাইরেকটর রিড প্রকল্প, সেভ দ্য চিলড্রেন, মাগুরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামীম আহমেদ খান। বক্তব্য রাখেন, ইকবাল হোসেন ,প্রজেক্ট কো-অর্ডিনেটর রিড প্রকল্প, জাগরনী চক্র ফাউন্ডেশন, মেহের নিগার জেরিন, ডেপুটি ম্যানেজার মিডিয়া রিলায়েন্স, রিড প্রকল্প সেভ দ্য চিলড্রেন, সাংবাদিক আলোক বোস, সঞ্জয় রায় চৌধুরী, কবীর হোসেন, শফিকুল ইসলাম শফিক, শরীফ তেহরান, আবু বাসার আখন্দ, আইয়ুব খান প্রমুখ। যশোর, ঝিনাইদহ ও মাগুরা জেলার ২৮৬টি বিদ্যালয়ে এই কার্যক্রম চালু রয়েছে। রিড প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে সেভ দ্য চিরড্রেন এর সাথে জাগরনী চক্র ফাউন্ডেশন একান্তভাবে কাজ করছে । সেভ দ্য চিলড্রেন ও জাগরনী চক্র ফাউন্ডেশন যৌথভাবে এর আয়োজনে টেবিল বৈঠকে যশোর, ঝিনাইদহ ও মাগুরা জেলার প্রায় ৪০ জন সাংবাদিক অংশ নেন ।
×