ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অদ্ভুত ছাগলছানা

প্রকাশিত: ০৫:৩২, ২০ মে ২০১৭

অদ্ভুত ছাগলছানা

বিভিন্ন সৃষ্টির মধ্য দিয়ে প্রকৃতি তার খামখেয়ালিপনা দেখায়। এবার এমনই এক খামখেয়ালিপনার নিদর্শন মিলল ভারতের অসম রাজ্যে। সেখানে মুখুরি দাসের বাড়িতে জন্ম নিয়েছে এক চোখ ও এক কানের অদ্ভুত একটি ছাগলছানা। মুখুরি বলছেন, ছানাটি বাড়িতে সৌভাগ্য বয়ে আনবে। মুখুরি দাস বলেন, ‘আমি বিস্মিত হয়ে পড়েছিলাম। এটি যেন একটি অলৌকিক বিষয়। ছানাটি দেখতে আমাদের বাড়িতে লোকজন আসছে।’ ‘আমাদের বাড়িতে ছাগলটির জন্ম সৃষ্টিকর্তার ইচ্ছাতেই হয়েছে। সেটি দেখতে আমাদের বাড়িতে অনেকে আসছে। এটা আমাদের বিখ্যাত করে তুলছে’, বলেন মুখুরি। এদিকে অন্য ছানাদের মতো ব্যতিক্রমী এই ছানাটিরও যতœ নিচ্ছেন মুখুরি। ছানাটি জন্মের পর পশু চিকিৎসকরা জানান, ছানাটি খুব শীঘ্রই মারা যাবে। কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে সক্ষম হয়। দিব্যি ডাকাডাকি আর ছোটাছুটি করছে আর দশটা ছাগলছানার মতো। এনডিটিভি অবলম্বনে।
×