ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শরণখোলায় ঝুঁকিপূর্ণ স্কুল ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৬:২১, ১৬ মে ২০১৭

শরণখোলায় ঝুঁকিপূর্ণ স্কুল ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলা উপজেলার অধিক ঝুঁকিপূর্ণ ১৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষকরা। সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, শিক্ষক নেতা জাকির হোসেন, নাসির উদ্দিন মুক্তা, নজরুল ইসলাম, হাফিজুর রহমান প্রমুখ। তারা বলেন, ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে শিক্ষকরা শিশুদের পাঠদান করাচ্ছেন। কিছু কিছু ভবন এতোটাই ঝুঁকিপূর্ণ যার বাইরে বসেই শিক্ষকদের ক্লাস নিতে হচ্ছে। এসব ভবনের ছাদ ও পিলার থেকে খোয়া, সুড়কি খসে পড়ছে। বিশাল ফাটল ধরেছে ভবনের বিভিন্ন স্থানে। বর্ষা মৌসুমে এসব ভবনে ক্লাস নেয়ার কোন উপায় থাকবে না। যে কোন সময় এসব ভবন ধসে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য সব সময় আতঙ্কের মধ্যে থাকতে হয় শিক্ষকদের। দ্রুত নতুন ভবন নির্মাণের জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষক নেতারা। চট্টগ্রামে বিএমডিসির নিবন্ধন দাবিতে উপাচার্যকে ঘেরাও স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলাদেশ মেডিক্যাল এ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন না থাকায় ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তায় ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি) এর হাজারো শিক্ষার্থী। ছাত্রছাত্রীরা সোমবার ঘেরাও করে ভার্সিটির উপাচার্যকে। এ সময় তারা দ্রুত নিবন্ধনের ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করে। ইউএসটিসিতে অধ্যয়নরত দেশী- বিদেশী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলে আসছে বিএমডিসির নিবন্ধন ছাড়াই। ফলে শিক্ষাজীবন শেষ করে ডাক্তার হয়েও তারা প্র্যাকটিস করতে পারবেন না, পাবেন না সরকারী- বেসরকারী চাকরি। চড়ামূল্যে ভর্তি হওয়া শিক্ষার্থীরা তাই আন্দোলন শুরু করেছে জানুয়ারি থেকে। বিইউপিতে ড. মিতা ব্যানার্জী বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)-এর পিএইচডি গবেষক লেফটেন্যান্ট জেনারেল মোল্লাহ ফজলে আকবর (অব) এর থিসিস ডিফেন্স গ্রহণের জন্য বহিস্থ পরীক্ষক হিসেবে দি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব টিচার্স ট্রেনিং, এডুকেশন প্লানিং এ্যান্ড এ্যাডমিনিস্ট্রেশন ইন্ডিয়া এর উপাচার্য প্রফেসর ড. মিতা ব্যানার্জী রবিবার বিইউপিতে আসেন। তিনি ডিফেন্স পরীক্ষা গ্রহণ শেষে বিইউপির উপাচার্য মেজর জেনারেল সালাহউদ্দিন মিয়াজী, আরসিডিএস, পিএসসির সঙ্গে সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন। এসময় বিইউপির উপাচার্য অতিথিকে বিশ্ববিদ্যালয়ের ক্রেস্ট প্রদান করেন। এছাড়া উপাচার্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিাটর উপাচার্যকে বিইউপির শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। -বিজ্ঞপ্তি প্রাইম ভার্সিটিতে প্রজেক্ট ফেয়ার প্রাইম ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ও কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ আয়োজিত ‘প্রজেক্ট ফেয়ার- ২০১৭’ সম্প্রতি অনুষ্ঠিত হয়। প্রাইম ইউনিভার্সিটির ইইই ও সিএসই বিভাগের শিক্ষার্থীদের দ্বারা উদ্ভাবিত ৪০টিরও বেশি বৈজ্ঞানিক প্রকল্প মেলায় প্রদর্শিত হয়। প্রজেক্ট ফেয়ারটি উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, মীর শাহাবুদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. আব্দুস সোবহান, কোষাধ্যক্ষ প্রফেসর আরশাদ আলী, প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. আবু সালেহ আব্দুন নূর ও ইইই বিভাগের বিভাগীয় প্রধান আবু জামান। -বিজ্ঞপ্তি চিশতির বিরুদ্ধে অপপ্রচার ॥ প্রতিবাদে মানববন্ধন স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গবেষণা সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুবুল হক বাবুল চিশতির নামে মানহানিকর সংবাদ প্রকাশ ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে ময়মনসিংহে। সোমবার দুপুরে শহরের শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ময়মনসিংহ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। এ সময় মুক্তিযোদ্ধার সন্তানসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা এই সমাবেশে যোগ দেয়। সমাবেশে মানহানিকর সংবাদ প্রকাশে জড়িত সাংবাদিকদের অবিলম্বে গ্রেফতার দাবি করা হয়। দুর্গতদের পাশে শিক্ষার্থীরা নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৫ মে ॥ ফরিদপুর জিলা স্কুলের শিক্ষার্থীরা হাওড় অঞ্চলের দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা তাদের টিফিনের পয়সা বাঁচিয়ে দুর্গত মানুষের সাহায্যে ১১ হাজার ৬৮৪ টাকা সংগ্রহ করে। এই টাকা জেলা প্রশাসকের মাধ্যমে সুনামগঞ্জে পাঠিয়েছে। রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার হাতে এ টাকা তুলে দেয়া হয়। এসময় জেলা স্কুলের প্রধান শিক্ষক মনি মোহন বিশ্বাস ও মূল উদ্যোক্তা জেলা স্কুলের নবম শ্রেণীর ছাত্র কে এম মশিউর রহমান উপস্থিত ছিলেন। ৩৩ রোগীকে চেক বিতরণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার ক্যান্সার, লিভার সিরোসিস, জন্মগত হার্টের রোগীসহ ৩৩ জটিল রোগীর মধ্যে চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সোমবার বিকেলে এসব চেক বিতরণ করেন জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান। সমাজ সেবা অধিদফতরের পক্ষ থেকে ৩৩ রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১৬ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোশাররফ হোসেন, সহকারী পরিচালক আখতারুজ্জামান মামুন প্রমুখ।
×