ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

প্রকাশিত: ০১:৩৪, ২৯ এপ্রিল ২০১৭

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ ॥ ভালুকায় শনিবার সকালে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর জাহান (৩০) নামে দুই সন্তানের জননী এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হাসপাতাল ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার কাতলামারি গ্রামের সুজন ফকিরের স্ত্রী দুই সন্তানের জননী নুর জাহান অসাবধানতাবসত ঘরে বিদ্যুতের আর্থিংয়ের তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্যমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে নুর জাহান মারা যান। নিহত নুরজাহানের ১০ বছর ও ৬ মাস বয়সি দুটি ছেলে সন্তান রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
×