ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরিষাবাড়ীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংর্ঘষ ॥ আহত ১০

প্রকাশিত: ২২:৫৪, ২৭ মার্চ ২০১৭

সরিষাবাড়ীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংর্ঘষ ॥ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় রোববার আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ডা. মুরাদ হাসান গ্রুপ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গ্রুপের মধ্যে এ সংর্ঘষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর অবস্থায় ছাত্রলীগকর্মী ইমরান ও সোহেলকে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে সরিষাবাড়ী কলেজের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে ফেরার পথে পূর্বের রাজনৈতিক কোন্দলের জের ধরে সাবেক সংসদ সদস্য ডা. মুরাদ হাসান গ্রুপ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গ্রুপের কর্মী-সমর্থকেরা মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংর্ঘষ শুরু হয়। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় পৌর আওয়ামী লীগের সহসভাপতি ও সরিষাবাড়ী পৌরসভার মেয়র রোকনুজ্জামানের নেতৃত্বে হারুনুর রশিদের সমর্থকেরা প্রকাশ্যে অস্ত্র উচিয়ে রাস্তায় মহড়া দেয়। তারা স্থানীয় ডাকঘরের সামনে ডা. মুরাদ হাসানের সমর্থক যুবলীগ নেতা আব্দুল মান্নান মানুর দোকানসহ পাঁচটি দোকান ভাংচুর করেছে। পাল্টাপাল্টি ঘটনায় উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। সংর্ঘষ এড়াতে সরিষাবাড়ী উপজেলার গুরুত্বপূর্ণস্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ও দোকানপাট ভাংচুরের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
×