ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেরপুরে সেবা নিতে এসে লাঞ্ছিত ॥ অফিস সহকারী প্রত্যাহার

প্রকাশিত: ০৩:৪৭, ২০ মার্চ ২০১৭

শেরপুরে সেবা নিতে এসে লাঞ্ছিত ॥ অফিস সহকারী প্রত্যাহার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৯ মার্চ ॥ জেলা প্রশাসক কার্যালয়ের জেলা ই-সেবা কেন্দ্রের ফ্রন্ট ডেস্কে সেবার বদলে অফিস সহকারী রফিকুল ইসলামের হাতে এক সেবা প্রত্যাশী শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছে। রবিবার দুপুরে ওই ঘটনা ঘটে। লাঞ্ছনার শিকার সেবা প্রত্যাশীর নাম এ এস এম রশিদ মানিক (৪৫)। ওই ঘটনার পর জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে অফিস সহকারী রফিকুল ইসলামকে প্রত্যাহার করেছেন। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। সেবা প্রত্যাশী এ এস এম রশিদ মানিক জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগে জানান, ১৫ মার্চ তার জমির আরওআর এর নকল সরবরাহের জন্য আবেদন জানালে অফিস সহকারী রফিকুল ইসলাম সবকিছু করে দেয়ার কথা বলে ওই সেবা প্রত্যাশীর কাছ থেকে ৫০০ টাকা ঘুষ গ্রহণ করেন। রবিবার দুপুর ১২টার দিকে ফ্রন্ট ডেস্কে ওই অফিস সহকারীর দফতরে গিয়ে আবেদনকৃত জমির আরওআর নকল চাইলে অফিস সহকারী রফিকুল টেবিলের অপর প্রান্ত থেকে লাফিয়ে তার ওপর চড়াও হয়। এতে তার চোখের চশমা ভেঙে য়ায় ও নাকে আঘাত লেগে রক্তাক্ত জখম হয়। এ সময় অফিস সহকারী অফিসের চেয়ার ভেঙে কম্পিউটার ফেলে হইচই করে মূল ঘটনাকে আড়ালের চেষ্টা করে। অফিস সহকারী রফিকুল ইসলাম অভিযোগ সরাসরি অস্বীকার না করে জানান, সেবা প্রত্যাশী এ এস এম রশীদ মানিক তার সঙ্গে দুর্ব্যবহার করলে ওই ঘটনা ঘটে।
×