ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পিসকোভা-সিবুলকোভার জয়

প্রকাশিত: ০৫:৫৩, ১২ মার্চ ২০১৭

পিসকোভা-সিবুলকোভার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান ওয়েলসের দ্বিতীয় পর্বে জয়ের দেখা পেয়েছেন ক্যারোলিনা পিসকোভা, গারবিন মুগুরুজা, ডোমিনিকা সিবুলকোভা, রবার্তা ভিঞ্চি এবং জোহানা কন্টার মতো তারকরা। শুক্রবার চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভা পিছিয়ে পড়েও ১-৬, ৬-৪ এবং ৬-৪ সেটে পরাজিত করেছেন মনিকা পুইগকে। গত বছর রিও অলিম্পিকে স্বর্ণপদক জিতে পাদপ্রদীপের আলোয় উঠে এসেছিলেন তিনি। কিন্তু এরপর আর কোন টুর্নামেন্টেই নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি পুয়ের্তোরিকার মনিকা পুইগ। তবে পিসকোভা নাকি এমন জয়ের প্রত্যাশাই করেননি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি আসলেই ভাবতেই পারিনি যে এই ম্যাচটা জিতব। তবে এখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তী সময়ে আরও ভাল পারফর্ম করার ব্যাপারে আমি খুবই আশাবাদী। দিনের অন্য ম্যাচে এদিন চমকে দিয়েছেন আমেরিকার কায়লা ডে। এদিন তিনি ৬-৪, ৫-৭ এবং ৭-৫ সেটে হারিয়ে দেন অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়ার মিরজানা লুসিস বারুনিকে। তৃতীয় রাউন্ডে কায়লার প্রতিপক্ষ এখন গারবিন মুগুরুজা। দ্বিতীয় পর্বে স্প্যানিশ টেনিস তারকা মুগুরুজা ৬-২ ও ৬-৩ সেটে পরাজিত করেন বেলজিয়ামের ক্রিস্টেন ফ্লিপকেন্সকে। দারুণ জয়ে ইন্ডিয়ান ওয়েলসের দ্বিতীয় পর্বের বাধা পেরিয়েছেন ক্যারোলিন গার্সিয়া-সভেতলনা কুজনেতসোভা। রশিদ খানের রেকর্ড স্পোর্টস রিপোর্টার ॥ এক ম্যাচে দু’দুটি বিরল নজির স্থাপন করল আফগানিস্তান। শুক্রবার আয়ারল্যান্ডকে ১৭ রানে হারিয়ে আন্তর্জাতিক টি২০তে টানা জয়ের (১০ম) রেকর্ডটাকে আরও ওপরে নিয়ে গেছে আসগর স্টানিকজাইর দল। টানা ৮ জয়ে যৌথভাবে আগের রেকর্ডটা ছিল ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের। এদিন ২ ওভার বল করে মাত্র ৩ রান দিয়ে ৫ উইকেট নেন আফগান লেগস্পিনার রশিদ খান কম বল (১২) ডেলিভারিতে সর্বাধিক শিকারের ক্ষেত্রে এটিও নতুন রেকর্ড, ইনিংসে তার বোলিং ফিগার ২-১-৩-৫। এতদিন যেটি ছিল উমর গুলের দখলে; ২.২-০-৬-৫, বনাম দ. আফ্রিকা, সেঞ্চুরিয়ন ২০১৩।
×