ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিষয় : বিজ্ঞান;###;মোঃ মাসুদ খান

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৪:০৭, ১২ মার্চ ২০১৭

অষ্টম শ্রেণির পড়াশোনা

সহকারী শিক্ষক (গণিত ও বিজ্ঞান) মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা। ই-মেইল: সধংযঁফ.শযধহ.সপংপ@মসধরষ.পড়স (অধ্যায় - ১) প্রাণিজগতের শ্রেণিবিন্যাস জ্ঞানমূলক প্রশ্নোত্তর (পাঠ - ১) ০১। পৃথিবীতে মোট কত লক্ষ প্রজাতির প্রাণি আবিষ্কৃত হয়েছে? হৃ ১৫ লক্ষ। ০২। বিপুল সংখ্যক প্রাণির গঠন ও প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের একমাত্র উপায় কী ? হৃ শ্রেণিবিন্যাস। ০৩। কীসের উপর ভিত্তি করে শ্রেণিবিন্যাস করা হয় ? হৃ প্রাণিদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণির মধ্যে মিল, অমিল ও পরস্পরের মধ্যে যে সম্পর্ক রয়েছে তার উপর ভিত্তি করে। ০৪। জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে কী বলে? হৃ শ্রেণিবিন্যাস । ০৫। প্রয়োজনের তাগিদে বর্তমানে জীববিজ্ঞানের কোন স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে? হৃ শ্রেণিবিন্যাস বিদ্যা। ০৬। শ্রেণিবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা এককের নাম কী? হৃ প্রজাতি। ০৭। প্রজাতির তিনটি উদাহরণ লিখ। হৃ মানুষ, কুনেব্যাঙ এবং কবুতর। ০৮। প্রাণির শ্রেণিবিন্যাস করতে হলে যেভাবে সাজাতে হয়। হৃ উক্ত প্রাণির বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে। ০৯। শ্রেণিবিন্যাসের ইতিহাসে কার কার নাম উল্লেখযোগ্য? হৃ অ্যারিস্টটল, জন রে ও ক্যারোলাস লিনিয়াস। ১০। কাকে শ্রেণিবিন্যাসের জনক বলা হয় ? হৃ প্রকৃতিবিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে। ১১। কে সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন ? হৃ ক্যারোলাস লিনিয়াস। ১২। কে দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণ প্রথা প্রবর্তন করেন? হৃ ক্যারোলাস লিনিয়াস। ১৩। প্রাণির বৈজ্ঞানিক নাম কত অংশ বা পদবিশিষ্ট হয় ? হৃ দুই অংশ বা পদবিশিষ্ট। ১৪। প্রাণির বৈজ্ঞানিক নামের ২ অংশ বা পদবিশিষ্টকে কী বলে? হৃ দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানক নামকরণ। ১৫। প্রাণির বৈজ্ঞানিক নাম কোন ভাষায় লিখতে হয় ? হৃ ল্যাটিন অথবা ইংরেজি ভাষায়। ১৬। মানুষের বৈজ্ঞনিক নাম লিখ। হৃ ঐড়সড় ংধঢ়রবহং. (পাঠ : ২ Ñ ৫) ১৭। প্রাণিজগৎকে কী বলা হয় ? হৃ কিংডম। ১৮। বর্তমানে আধুনিক শ্রেণিবিন্যাসে কোন প্রাণিদের আলাদা উপজগৎ - ভাগ করা হয় ? হৃ প্রোটোজোয়া প্রাণিদের। ১৯। প্রোটোজোয়া ব্যতীত অন্যান্য প্রাণিদেরকে কোন জগতের অন্তর্ভুক্ত করা হয় ? হৃ অ্যানিমিলিয়া। ২০। অ্যানিমিলিয়া জগতকে কয়টি পর্বে ভাগ করা হয়েছে ? হৃ নয়টি। ২১। কোন পর্বের প্রাণিরা সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত? হৃ পরিফেরা। ২২। কোন পর্বের প্রাণিদের পৃথিবীর সর্বত্রই পাওয়া যায় ? হৃ পরিফেরা। ২৩। নিডারিয়া পর্ব ইতোপূর্বে কী নামে পরিচিত ছিল ? হৃ সিলেন্টারোটা। ২৪। কোন পর্বের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক ? হৃ পরিফেরা ও নিডারিয়া। ২৫। স্পনজিলা ও স্কাইফা কোন পর্বের উদাহরণ ? হৃ পরিফেরা। ২৬। কোন পর্বের প্রাণিদের প্রায় সকল অঞ্চলে দেখা যায় ? হৃ নিডারিয়া। ২৭। কোন পর্বের কিছু কিছু প্রাণি স্বাদু পানিতে বাস করে ? হৃ পরিফেরা। ২৮। কোন পর্বের প্রাণিদের দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত ? হৃ পরিফেরা। ২৯। নিডারিয়া পর্বের প্রাণিদের দেহ কয়টি ভ্রƒণীয় কোষস্তর দ্বারা গঠিত ? হৃ দুইটি। ৩০। নিডারিয়া পর্বের প্রাণিদের দেহের বাইরের দিকের স্তরটির নাম কী ? হৃ এক্টোডার্ম।
×