ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুলিশের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে কেন্দুয়ায় বিক্ষোভ

প্রকাশিত: ২৩:৪১, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

পুলিশের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে কেন্দুয়ায় বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ ছাত্রদলের হামলায় ১৩ পুলিশ সদস্য আহত হওয়ার প্রতিবাদে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ আজ মঙ্গলবার স্থানীয় সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে। অন্যদিকে কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলা সদরের আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে। এদিকে স্থানীয় বাজার কমিটির ডাকে ব্যবসায়ীরা বেলা ১২টা থেকে ৩টা পর্যন্ত উপজেলা সদরের দোকানপাট বন্ধ রাখে। আওয়ামী লীগের নেতাকর্মীদের খন্ড খন্ড মিছিল-শোডাউনে উপজেলা সদর উত্তাল হয়ে পড়ে। জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি কেন্দুয়া উপজেলা ছাত্রদল আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনা অনুমতিতে সমাবেশ আয়োজন করলে থানা পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে ছাত্রদল কর্মীদের সংঘর্ষ বাঁধে। এতে ১৩ পুলিশসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। এ সময় ছাত্রদল কর্মীরা ওই প্রাথমিক বিদ্যালয়েও আগুন দেয়ার চেষ্টা করে। এর প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ মঙ্গলবার সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে।
×