ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনুশীলনে মুশফিক-মাশরাফি

প্রকাশিত: ০১:১২, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

অনুশীলনে মুশফিক-মাশরাফি

অনলাইন রিপোর্টার ॥ মাশরাফি বিন মর্তুজা এবং মুশফিকুর রহীম। বাংলাদেশ দলের দুই অধিনায়ক। একজন অধিনায়কত্ব করেন সাদা জার্সিতে, টেস্ট দলের। আরেকজন রঙ্গিন জার্সিতে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের। বৃহস্পতিবার দুই জন চলে আসলেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। বেশ খানিকটা সময় জিমনেশিয়ামে অনুশীলন করলেন দুই ফরম্যাটের এ দুই অধিনায়ক। দুই অধিনায়কই নিউজিল্যান্ড থেকে ফিরেছিলেন ইনজুরি নিয়ে। কাকতালীয়ভাবে দু’জনের ইনজুরিই ছিলো ডান হাতের আঙ্গুলে। তবে মাশরাফি ইনজুরি থেকে এখনও সেরে না উঠলেও, ইতোমধ্যেই ভারত সফর দিয়ে মাঠে ফিরেছেন মুশফিক। সে সফর থেকে ফেরার পর ১০ দিনের ছুটিতেও ছিলেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে শ্রীলংকার বিপক্ষে সিরিজকে সামনে রেখে টাইগারদের অনুশীলন ক্যাম্প। তবে মুশফিক চলে আসলেন একদিন আগেই। কয়েকদিন ক্রিকেটের বাইরে থাকায় জিমে বেশ কিছুক্ষণ সময় কাটালেন। এরপর নেটে ব্যাটিং অনুশীলনও করেন মুশফিক। তবে মাশরাফি এসেছিলেন রুটিন চেকআপ করাতে। ইনজুরির অবস্থা নিয়ে আলোচনা করলেন বিসিবি ফিজিও বায়েজিদুল ইসলামের সঙ্গে। তবে আগে জিমে কিছুক্ষণ সময় কাটান তিনি। অস্ট্রেলিয়া থেকে বিশেষ ধরণের এক ব্যান্ডেজ এখনও পরে থাকলেও শ্রীলঙ্কা সফরের আগেই মাঠে ফিরতে পারবেন বলে জানা গেছে।
×