ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চাহালের ৬ উইকেটে টি২০ সিরিজ ভারতের

প্রকাশিত: ০৮:৫৯, ২ ফেব্রুয়ারি ২০১৭

চাহালের ৬ উইকেটে টি২০ সিরিজ ভারতের

স্পোর্টস রিপোর্টার ॥ যুভেন্দ্র চাহালের রেকর্ডগড়া বোলিংয়ে শেষ টি২০তে ইংল্যান্ডকে ৭৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। তিন ম্যাচের সিরিজ ২-১এ জিতে নিয়েছে বিরাট কোহলির দল। ব্যাঙ্গালুরুর এম চিন্মাস্বামী স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০২ রানের বড় স্কোর গড়ে স্বাগতিক ভারত। হাফ সেঞ্চুরি হাঁকান সুরেশ রায়না (৪৫ বলে ৬৩, ২ চার ও ৫ ছক্কা) ও মহেন্দ্র সিং ধোনি (৩৬ বলে ৫৬, ৫ চার ও ২ ছক্কা)। এছাড়া যুবরাজ সিং ১০ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৭ রানের ক্যামিও ইনিংস উপহার দেন। জবাবে ১৬.৩ ওভারে ১২৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। জো রুট ৪২ ও অধিনায়ক ইয়ন মরগান আউট হন ৪০ রান করে। ওপেনার জেসন রয়ের ব্যাট থেকে আসে ৩২। আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেনি। ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন লেগস্পিনার চাহাল। টি২০তে ভারতের হয়ে যা সেরা বোলিংয়ের নতুন রেকর্ড, সর্বোপরি ইতিহাসের তৃতীয়সেরা। সেরা দুটি বোলিং ফিগারই লঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিসের। ম্যাচে পেসার জাসপ্রিত বুমরাহ নিয়েছেন ৩ উইকেট। টি২০র আগে টেস্ট-ওয়ানডে সিরিজেও ইংল্যান্ডকে হারায় কোহলি-বাহিনী। এর মধ্য দিয়ে ব্যর্থতার বৃত্ত পূরণ করে ভারত সফর শেষ করল ইংলিশরা!
×