ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

শুভ জ্যোতি কুণ্ডুর ‘বিরহগাথা’ এ্যালবামের প্রকাশনা

প্রকাশিত: ০৩:৪৭, ১৭ জানুয়ারি ২০১৭

শুভ জ্যোতি কুণ্ডুর ‘বিরহগাথা’ এ্যালবামের প্রকাশনা

স্টাফ রিপোর্টার ॥ প্রকাশিত হলো তরুণ ও প্রতিভাবান নজরুল সঙ্গীতশিল্পী শুভ জ্যোতি কু-ুর প্রথম নজরুল সঙ্গীতের এ্যালবাম ‘বিরহগাথা’। এ্যালবামটি ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে প্রকাশ হয়েছে। এ উপলক্ষে চ্যানেল আই ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সচিব নজরুল ইসলাম খান, চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন, অতিরিক্ত সচিব ও নজরুল ইনস্টিটিউটের সাবেক পরিচালক ইকরাম আহমেদ, আইইউসিএনএর কান্ট্রি ডিরেক্টর এবং সাবেক প্রধান বন সংরক্ষক ইসতিয়াক উদ্দিন আহমেদ, সাবেক বন সংরক্ষক ড. সুনীল কুমার কু-ু, বন সংরক্ষক রিজাউল সিকদার, অসিত রঞ্জন পাল, উপ-প্রধান বন সংরক্ষক অবনী ভূষণ ঠাকুর প্রমুখ। অনুষ্ঠানে শিল্পী শুভ জ্যোতি কুন্ডু তার প্রকাশিত এ্যালবাম থেকে কয়েটি গান উপস্থিত অতিথিদের গেয়ে শোনান। এ্যালবামের গানগুলো হলো ‘মোর প্রথম মনের মুকুল’, ‘বধূ তোমার আমার এই যে বিরহ’, ‘ফিরে ফিরে কেন তারি স্মৃতি’, ‘যারে হাতে দিয়ে মালা’, ‘জানি জানি প্রিয় এ জীবনে’, ‘নয়ন ভরা জল গো তোমার’, ‘মোরা আর জনমে হংস মিথুন ছিলাম’, ‘ভুলে যেয়ো ভুলে যেয়ো’, ‘হে প্রিয় আমারে দিব না ভুলিতে’ এবং ‘হে প্রিয় তোমার আমার মাঝে’। শুভ জ্যোতি কু-ুর পৈত্রিক নিবাস নড়াইলে। মাতা চায়না রানী কুন্ডু বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ও বাবা সুনীল কুমার কুন্ডু বাংলাদেশ বন বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
×