ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়নি

প্রকাশিত: ০৫:৩৭, ১৫ জানুয়ারি ২০১৭

প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ  চূড়ান্ত হয়নি

কূটনৈতিক রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুল আলোচিত ভারত সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ধীরে রজনী ধীরে। প্রধানমন্ত্রীর সুইজারল্যান্ড সফর নিয়ে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মাহমুদ আলী। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরটি ‘গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর’। যথাসময়ে তা সবাইকে জানানো হবে। আনুষ্ঠানিক কোন ঘোষণা না এলেও গত ১৮ ডিসেম্বর শেখ হাসিনার নয়াদিল্লী সফরের কথা ছিল। কিন্তু তার দুদিন আগে তা স্থগিতের কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শেখ হাসিনার এই সফর হওয়ার কথা। মোদি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে প্রথম সফরের পর শেখ হাসিনার এটাই হবে দ্বিপক্ষীয় প্রথম সফর। তবে এর মধ্যে গত অক্টোবরে ভারতের গোয়ায় ব্রিকস-বিমসটেক আউটরিচ সম্মেলনে যোগ দিয়েছিলেন শেখ হাসিনা। তা দ্বিপক্ষীয় সফর ছিল না। ডিসেম্বরের সফর স্থগিতের পর ওই মাসে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর ঢাকা সফরে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। তার সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছিলেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শেখ হাসিনার ভারত সফর হতে পারে। বৈঠকে আকবর বলেছিলেন, ভারতের সরকার এবং জনগণ শেখ হাসিনার সফরের জন্য আগ্রহভরে অপেক্ষা করছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের প্রস্তুতি চলছে। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ সামনে রেখে প্রধানমন্ত্রীর এই সফর সফলের লক্ষ্যে কাজ শুরু করেছে সরকার। ভারত সফরকালে কি কি চুক্তি হতে পারে সে বিষয়েও প্রস্তুতি নিচ্ছে ঢাকা।
×