ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উইকিলিকসের ঘোষণা

ওবামা প্রশাসনের ভ্রান্তির তথ্য দিলে ২০ হাজার ডলার পুরস্কার

প্রকাশিত: ০৪:০১, ৬ জানুয়ারি ২০১৭

ওবামা প্রশাসনের ভ্রান্তির তথ্য দিলে ২০ হাজার ডলার পুরস্কার

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের যে কোন অসঙ্গতির তথ্য জানালে পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে উইকিলিকস। গোপন তথ্য ফাঁস করে আলোড়ন সৃষ্টিকারী ওয়েবসাইটটি মঙ্গলবার একটি টুইট বার্তায় নগদ অর্র্থ দেয়ার কথা জানিয়েছে। খবর ফক্স নিউজ ও ওয়েবসাইটের। টুইটারে ‘ওয়ান্টেড’ চিহ্নিত একটি ইমেজের ওপর উইকিলিকস লিখেছে, ‘ওবামা প্রশাসন ঘনিষ্ঠ কারও অপকর্মের তথ্য দিতে পারলে নগদ ২০ হাজার ডলার পুরস্কার দেয়া হবে। এমন অপকর্মের যে কথা ফাঁস হলে একজন ব্যক্তি গ্রেফতার হতে পারেন।’ ওয়েবসাইটটি গত আগস্টেও এ ধরনের পুরস্কারের ঘোষণা দিয়েছিল। ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির স্টাফ সেথ রিচ হত্যাকা-ে জড়িত ব্যক্তিকে খুঁজে পেতে ওই ঘোষণা দেয়া হয়েছিল। ধারণা করা হয়ে থাকে, রিচ উইকিলিকসের কাছে কিছু গোপন তথ্য পৌঁছে দিয়েছিলেন। উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান এ্যাসাঞ্জ অবশ্য বিষয়টি অস্বীকার করেছেন। তবে তার সম্পর্কে ওয়েবসাইটটি বিস্তারিত কিছু জানায়নি। সর্বশেষ পোস্ট করা টুইটারে উইকিলিকস জানিয়েছে, গত বছরের মতো এবারও বহু গোপন তথ্যের নথি তারা প্রকাশ করবে। গত বছর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে উইকিলিকস ডেমোক্র্যাটিক মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটনের ৫০ হাজারের বেশি ই-মেইল প্রকাশ করেছিল। হিলারির ক্যাম্পেন চেয়ারম্যান জন পোডেস্টার কাছ থেকে ই-মেইলগুলো পেয়েছিল উইকিলিকস। উইকিলিকস বুধবার মার্কিন পররাষ্ট্র দফতরের লিঙ্কসংবলিত একটি টুইট পোস্ট করে, যেখানে হিলারির ৩৭১টি ই-মেইল রয়েছে। ই-মেইলগুলোর বেশিরভাগই হিলারির পররাষ্ট্রমন্ত্রী থাকার সময়ের। এদিকে এ্যাসাঞ্জকে ক্ষমা করার জন্য ওবামার উদ্দেশে চিঠি লিখেছেন বেওয়াচখ্যাত হলিউড অভিনেত্রী পামেলা এ্যান্ডারসন। চিঠিতে পামেলা লিখেছেন, ‘বিচারের নামে এ প্রহসন বন্ধ করুন। জুলিয়ান বা রাশিয়ানদের এভাবে বলির পাঁঠা বানাবেন না। তথ্যপ্রযুক্তির এ যুগে কোনকিছু লুকিয়ে রাখা যাবে না।’ চিঠিতে এ্যাসাঞ্জের বিরুদ্ধে গ্র্যান্ড জুরির তদন্ত বন্ধ করতেও বিদায়ী প্রেসিডেন্টকে অনুরোধ করেন পামেলা। এ্যাসাঞ্জের প্রতি এমন আচরণ আমেরিকার জন্য ‘অসম্মানজনক’ বলেও তিনি মন্তব্য করেন। পামেলা নিজের অফিসিয়াল ওয়েবসাইটে এ চিঠিটি পোস্ট করেছেন।
×