ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে যেতে পাকিস্তানীদের পাসপোর্ট বাধ্যতামূলক

প্রকাশিত: ০৬:০৩, ৪ জানুয়ারি ২০১৭

আফগানিস্তানে যেতে পাকিস্তানীদের পাসপোর্ট বাধ্যতামূলক

পাকিস্তানের নাগরিকদের আফগানিস্তানে যেতে এখন থেকে বাধ্যতামূলকভাবে পাসপোর্ট লাগবে। জঙ্গী তৎপরতা প্রতিরোধের পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। এর সাত মাস আগে জঙ্গী কার্যক্রম প্রতিরোধে সীমান্তে কড়াকড়ি আরোপ করে পাকিস্তান। খবর ইয়াহু নিউজের। দুই দেশের সীমান্ত পারাপারের নীতির শিকার হতে পারেন অনেকে, বিশেষ করে উভয় দেশে যাদের পরিবারের সদস্যরা বসবাস করেন। তবে জঙ্গী তৎপরতা মোকাবেলায় এটি ভূমিকা রাখবে। আফগানীস্তানের এ নতুন আইন সীমান্তের বিভিন্ন পয়েন্টে ব্যানারে দেখানো হচ্ছে। ব্যানারে লেখা হয়েছে, বিনা পাসপোর্টে পাকিস্তানীরা আফগানীস্তানে ঢুকতে পারবে না। ১ জানুয়ারি থেকে এ আইন কার্যকর হয়েছে। আইন কার্য করে সহায়তার জন্য সীমান্তে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। সার্ভিস পছন্দ না হলে রেস্তরাঁয় খাবারের মান বা টেবিল বয়ের ব্যবহার পছন্দ না হলে সার্ভিস ফি দিতে হবে না। ভারত সরকারের এক নির্দেশিকায় বলা হয়েছে, ৫ থেকে ২০ শতাংশ যে সার্ভিস ফি দিতে হয়, তা জোর করে চাপিয়ে দিতে পারে না কোন হোটেল। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রাম বিলাস পাসোয়ান বলেছেন, সার্ভিস চার্জ হলো অপশোনাল। এটা সম্পূর্ণভাবে গ্রাহকের সিদ্ধান্ত। -ওয়েবসাইট ১৮ বছর ধরে পেটে কাঁচি... ১৮ বছর আগে অস্ত্রোপচারের পর এক ভিয়েতনামির পেট থেকে সম্প্রতি কাঁচি বের করেছেন চিকিৎসকরা। মা ভ্যান নহাত নামে ওই ব্যক্তি পেটব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর আল্ট্রাসাউন্ডে দেখা যায়, তার মলাশয় (কোলন) কাছে ছয় ইঞ্চির একটি কাঁচি রয়েছে। রাজধানী হ্যানয়ের উত্তরে গাং থেপ থাই নগুয়েন হাসপাতালে রবিবার তিন ঘণ্টার অস্ত্রোপচারের মাধ্যমে কাঁচিটি বের করে আনা হয়। তিনি এখন ভাল আছেন। ১৯৯৮ সালে গাড়ি দুর্ঘটনার পর অস্ত্রোপচারের সময় কাঁচিটি তার পেটেই থেকে যায়। তবে তিনি কাঁচিটি পেটে নিয়েই প্রায় স্বাভাবিক জীবনযাপন করেছেন। -এএফপি
×