ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

আলট্রা স্লিম ফোন!

প্রকাশিত: ০৬:০৮, ২৯ ডিসেম্বর ২০১৬

আলট্রা স্লিম ফোন!

যুক্তরাষ্ট্রের বাজারে আসছে বিশ্বের প্রথম এম৫ নামের একেবারে ছোট, হালকা ও সাইজে ক্রেডিট কার্ডের মতো আলট্রা সিøম মোবাইল ফোন। এটি মূলত ফিচার ডুয়াল সিমের ফোন। এর সঙ্গে শুধু মাইক্রো ইউএসবি কেবল দেয়া হবে। এর রয়েছে স্পিকার, টর্চ। দাম প্রায় ২০ ডলার। একবার চার্জ করলে তিন সপ্তাহ পর্যন্ত থাকবে। এ্যামাজন ডট কম
×