ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফিজিওর ছাড়পত্র পেলেন মুস্তাফিজ

প্রকাশিত: ২০:২৩, ২৫ ডিসেম্বর ২০১৬

ফিজিওর ছাড়পত্র পেলেন মুস্তাফিজ

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর! নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার ছাড়পত্র পেয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বোলিং নিয়মিত করে চললেও সমস্যা ছিল ফিল্ডিং নিয়ে। থ্রো করতে সমস্যা হচ্ছিল তার। গতকাল অনুশীলন সেশনে গভীরভাবে তার ফিল্ডিং পর্যবেক্ষণ করে ফিজিও বললেন, 'সিগন্যাল ইজ গ্রিন!' এখন বাকীটা নির্ভর করছে কাটার মাস্টারের উপর। জাতীয় দলের ফিজিও ডিন কনওয়ে বলে দিয়েছেন, ম্যাচ খেলতে প্রস্তুত মুস্তাফিজ। এমনিতে গুরুত্বপূর্ণ ম্যাচে ৮০-৯০ ভাগ ফিট থাকলেও অনেক খেলোয়াড়ই খেলার অনুমতি পান। তবে টাইগার কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে চান শতভাগ ফিট মুস্তাফিজকে। যে নিজের শতভাগ উজার করে দিতে পারবে মাঠের লড়াইয়ে। কোচের কাছে এখনও মুস্তাফিজ শতভাগ ফিট নয়। ম্যাচের আগের দিন সকাল পর্যন্ত তার ফিটনেস দেখা হবে। তারপর সিদ্ধান্ত। ফিজিও বলেন, ছাড়পত্র দিয়ে দিয়েছি। তবে দিনশেষে সিদ্ধান্ত মুস্তাফিজকেই নিতে হবে। তার শরীর মাঠে নামার জন্য প্রস্তুত কিনা সেটা সে নিজেই অনেক ভালো বুঝবে। আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। ম্যাচ শুরু হওয়ার আগের দিন এখন মুস্তাফিজের উপরেই নির্ভর করছে সবকিছু।
×