ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এআইইউবিতে জব ফেয়ার

প্রকাশিত: ০৫:৫০, ৪ ডিসেম্বর ২০১৬

এআইইউবিতে জব ফেয়ার

স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের কর্মজীবনে যোগদানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি) প্রতিবছর জব ফেয়ারের আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় এআইইউবি ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে শনিবার দিনব্যাপী এই জব ফেয়ার-২০১৬ আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় জব ফেয়ার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড লামাগনা এবং ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান নাদিয়া আনোয়ার। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক্স) প্রফেসর ড. তোফাজ্জল হোসেন, প্রো ভাইস চ্যান্সেলর ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. চার্লস সি ভিলানোভা, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের পরিচালক, বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ, উর্ধতন কর্মকর্তা, ছাত্রছাত্রী ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন, প্রতিষ্ঠাতা হাসানুল এ. হাসান ও নাদিয়া আনোয়ারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রতিবছর এআইইউবির অফিস অব প্লেসমেন্ট এ্যান্ড এ্যালামনাই এই জব ফেয়ারের উদ্যোগ গ্রহণ করে। এবারের জব ফেয়ারে দেশের ৯০টির অধিক খ্যাতনামা স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। দিনব্যাপী জব ফেয়ারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত গ্রহণের ব্যবস্থা করে। এআইইউবি ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড লামাগনা এবং ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান নাদিয়া আনোয়ার জব ফেয়ারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের স্টল পরিদর্শন করেন। তিনি প্রতিষ্ঠানসমূহকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অফিস অব প্লেসমেন্ট এ্যান্ড এ্যালামনাইয়ের পরিচালক রূমি তারেক মওদুদ এই জব ফেয়ারের সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। জব ফেয়ারে এআইইউবির বিভিন্ন অনুষদের বিপুলসংখ্যক বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এই জব ফেয়ার শুধু বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং শিক্ষাজীবন সমাপ্তকারী শিক্ষার্থীর জন্য উন্মুক্ত ছিল।-বিজ্ঞপ্তি
×